ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেকর্ড মূল্যে আগামী গ্রীষ্মেই ব্রাজিলিয়ানকে পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

নেইমারের জন্য ৫০০ মিলিয়ন ইউরো!

প্রকাশিত: ০৬:১৯, ১৪ জানুয়ারি ২০১৮

নেইমারের জন্য ৫০০ মিলিয়ন ইউরো!

স্পোর্টস রিপোর্টার ॥ গত গ্রীষ্মকালীন দলবদলে নতুন ইতিহাস গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সিলোনা থেকে নেইমারকে দলে ভেড়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তখন অনেকেই বলছিলেন, ফুটবল ইতিহাসে এরচেয়ে বেশি দর হাঁকিয়ে কোন দল কাউকে কিনবে না। তবে অদূর ভবিষ্যতেই হয়তো তাদের সেই বাণী মিথ্যা প্রমাণিত হতে চলেছে। আগামী বছরই সেই রেকর্ড ভেঙ্গে যেতে পারে। হ্যাঁ, দলবদলের নতুন রেকর্ডটিও গড়বেন ব্রাজিলিয়ান সুপারস্টারই। গণমাধ্যমের দাবি, নেইমারের ওপর পাখির চোখ করে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। পিএসজি থেকে নেইমারকে আকাশচুম্বী দামেই দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লীগের সফলতম দলটি। পিএসজিতে যোগদানের পর থেকেই মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন নেইমার। এরই মধ্যে নিজেকে প্যারিসের ‘রাজপুত্র’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ফরাসী লীগ ওয়ানে দলকে রেখেছেন শীর্ষে। চ্যাম্পিয়ন্স লীগেও দলকে টেনে নিয়ে যাচ্ছেন সাবেক বার্সিলোনা ও সান্তোস ফরোয়ার্ড। তাই চলতি মৌসুম শেষেই নেইমারকে পেতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জন্য ইংলিশ জায়ান্টদের বাজেট ৫০০ মিলিয়ন ইউরো বা ৪৪৩ মিলিয়ন পাউন্ড। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকে হতাশায় ডুবাতে নেইমারের সঙ্গে ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তিতে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই ব্যবহার করবে বলেও গণমাধ্যমের দাবি। দলবদলে এখন পর্যন্ত রিয়ালের চমক সেই গ্যারেথ বেল। ২০১৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে ১০১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ওয়েলস তারকাকে দলে ভিড়িয়েছিল স্পেনের জায়ান্ট ক্লাবটি। সবকিছু সঠিকভাবে এগোলে বেলের পর ফুটবল ইতিহাসের সেরা চমকটাই দিতে চলেছে লস ব্ল্যাঙ্কোসরা। স্প্যানিশ দৈনিক মার্কা বলছে, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ নেইমারকে পেতে ব্যাপক আগ্রহী। কিন্তু নেইমারের দলবদলটা যে খুবই জটিল একটা বিষয় সেটা নিজেও বুঝতে পেরেছেন রিয়াল সভাপতি। তাই এই চুক্তির ব্যয় হিসেবে ৪০০ মিলিয়ন ইউরো বাজেট করেছেন তারা।
×