ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতুরাসহ ঢাকায় লঙ্কান ক্রিকেটাররা

প্রকাশিত: ০৬:১৭, ১৪ জানুয়ারি ২০১৮

হাতুরাসহ ঢাকায় লঙ্কান ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ গত নবেম্বরে পদত্যাগ করেছিলেন চান্দিকা হাতুরাসিংহে। প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে ঈর্ষণীয় অনেক সাফল্যই এনে দিয়েছিলেন এ শ্রীলঙ্কান। কিন্তু নিজ দেশের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেতেই সুযোগটা লুফে নিয়েছেন। গত ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দেনা-পাওনা চুকাতে এসে চলে গিয়েছিলেন। এবার তারই হাতে গড়া শিষ্যদের প্রতিপক্ষ হয়ে এসেছেন প্রায় দেড় মাসের সফরে। বাংলাদেশকে বধ করার মন্ত্র নিয়েই এবার তিনি শ্রীলঙ্কার হয়ে পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে শনিবার দুপুরের আগেই তিনি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলকে নিয়ে ঢাকায় পা রাখেন। ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুইয়ে। আগামী বুধবার জিম্বাবুইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচই হবে হাতুরাসিংহের নতুন মিশনে প্রথম পরীক্ষা। গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ দলকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন হাতুরাসিংহে। তবে টাইগারদের কোচ হিসেবে সবচেয়ে দুঃসহ যন্ত্রণার অভিজ্ঞতা হয়েছে সেখানেই। এরপর পদত্যাগই করেছেন তিনি। এবার সেই বাংলাদেশই তার শত্রুশিবির। সোমবার ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে। তবে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বুধবার, তাই দেরিতেই এসেছে তারা। হাতুরাসিংহে এবার অতিথি হয়ে আগামী মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত থাকবেন লঙ্কান কোচ হিসেবে। কারণ ত্রিদেশীয় সিরিজ শেষে দুই টেস্ট ও দুই টি২০ ম্যাচ খেলবে লঙ্কানরা। ১৭ জানুয়ারি জিম্বাবুইয়ে, ১৯ জানুয়ারি বাংলাদেশ এবং ২১ জানুয়ারি জিম্বাবুইয়ে ও ২৫ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ আছে তাদের ত্রিদেশীয় সিরিজে। ফাইনালে উঠতে পারলে ২৭ জানুয়ারি আরেকটি ম্যাচ খেলতে হবে লঙ্কানদের। শনিবার ১৬ সদস্যের দল নিয়ে ঢাকায় এসেছেন হাতুরাসিংহে। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার শিহান মাদুশাঙ্কা। এছাড়া দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস ও লেগস্পিন-অলরাউন্ডার ওয়ানিদু হাসারাঙ্গা। আর পুনরায় ওয়ানডের নেতৃত্বে ফিরেছেন অলরাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কা ওয়ানডে দল ॥ এ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, ওয়ানিদু হাসারাঙ্গা, শিহান মাদুশাঙ্কা, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারতেœ, নুয়ান প্রদীপ, দানুশকা গুনাতিলকা, সুরাঙ্গা লাকমাল, কুসাল পেরেরা, লক্ষ্মণ সান্দাকান ও থিসারা পেরেরা।
×