ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ ॥ আজ গভীর রাতে কানাডার বিপক্ষে খেলবে বাংলাদেশ

নামিবিয়াকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশ যুবাদের

প্রকাশিত: ০৬:১৫, ১৪ জানুয়ারি ২০১৮

নামিবিয়াকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশ যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু হয়ে গেছে অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ। শনিবার গভীর রাত থেকেই বিশ্বকাপ শুরু হয়েছে। প্রথমদিনই নামিবিয়া যুব দলের বিপক্ষে মুখোমুখি হয় বাংলাদেশ যুব দল। বড় ব্যবধানে জিতেছেও। ৮৭ রানে জয় তুলে নিয়েছে। এই জয়ে বিশ্বকাপে শুভ সূচনাও করেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। আজ কানাডা যুব দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ যুব দল। গভীর রাতে খেলাটি হবে। নিউজিল্যান্ডে হচ্ছে এবারের বিশ্বকাপ। নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ ওভালে বাংলাদেশ-নামিবিয়া ম্যাচটিতে টস জিতে নামিবিয়া আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করার সুযোগ পেয়ে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখায় বাংলাদেশ যুবারা। অধিনায়ক সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমের জোড়া হাফসেঞ্চুরিতে ২০ ওভারের ম্যাচে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করে বাংলাদেশ। মারমুখি ব্যাটিং করে ৪৮ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৮৪ রান করে সাইফ। আর ৪৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬০ রান করে মোহাম্মদ নাঈম। এই রানের জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৩ রানের বেশি করতে পারেনি নামিবিয়া। হাসান মাহমুদ ও কাজী অনিক ২টি করে উইকেট নেয়। ভ্যান উইক ৫০ রান করে। সাইফ ও নাঈমের ব্যাটিং তা-বেই বিশাল স্কোর গড়তে পারে বাংলাদেশ। ৩৩ রানে পিনাক ঘোষ (২৬) আউট হওয়ার পর থেকেই নাঈম ও সাইফের ধুন্ধুমার ব্যাটিং শুরু হয়। দুইজন মিলে ৯৭ রানের জুটি গড়ে। এই জুটিতেই অনেক পথ এগিয়ে যায় বাংলাদেশ। ১৩০ রানে গিয়ে নাঈম আউট হলেও সাইফ নিজের গতিতেই এগিয়ে যেতে থাকে। নাইমের পর আফিফ হোসেন ধ্রুব (১১) দ্রুতই সাজঘরে ফিরে। তবে সাইফ উইকেটে টিকে থাকেন। অসাধারণ ব্যাটিংও করতে থাকেন। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে গিয়ে সাইফ আউট হয়ে যান। এত বিশাল রানের পরই বোঝা হয়ে যায় জয় পেতে চলেছে বাংলাদেশ। ১২ রানেই যখন নামিবিয়ার চার উইকেটের পতন ঘটে তখন তো নিশ্চিতই হয়ে যায়। এরপর পঞ্চম উইকেটে গিয়ে একটু প্রতিরোধ গড়ে নামিবিয়া। পঞ্চম উইকেটে ভ্যান উইক ও লফটি ইটন মিলে ৬৯ রানের জুটি গড়ে। এই জুটির নৈপুণ্যেই মূলত ১০০ রানের ওপরে যাওয়ার সাহস পায় নামিবিয়া। নয়তো তাও হতে ানা। শেষ পর্যন্ত ১০৩ রানের বেশি করতেই পারেনি নামিবিয়া। বড় ব্যবধানে হারও হয়। তাতে বাংলাদেশ শুভ সূচনা করে। গত আসরের সেমিফাইনালে উঠে বাংলাদেশ যুব দল। এবার আশা এক নম্বর হওয়া। মানে চ্যাম্পিয়ন হওয়া। এবার দল আছে ‘সি’ গ্রুপে। নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড প্রতিপক্ষ। নামিবিয়াকে তো হারালই বাংলাদেশ। এবার সামনে মুখোমুখি হবে কানাডার। আজ রাত তিনটা ত্রিশ মিনিটে নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ ওভালে কানাডার বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ লড়াইটি চ্যালেঞ্জের। ইংল্যান্ডের বিপক্ষে ১৮ জানুয়ারি গভীর রাতে খেলতে নামবে বাংলাদেশ। গ্রুপপর্ব থেকে দুটি দল উঠবে সুপার লীগ কোয়ার্টার ফাইনালে। এখন যে অবস্থা বোঝা যাচ্ছে তাতে বাংলাদেশের সুপার লীগ কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা ভালভাবেই আছে। কানাডাকে হারাতে পারলেই সেই আশা পূরণ হয়ে যেতে পারে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার লীগ কোয়ার্টার ফাইনালে উঠবে। বাংলাদেশ ও ইংল্যান্ডই ‘সি’ গ্রুপ থেকে উঠবে, ধরেই নেয়া হচ্ছে। অথচ কন্ডিশন বিবেচনায় কঠিনই মনে হচ্ছিল। প্রস্তুতি ম্যাচগুলোতে ওটাগো একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে হারের পর আফগানিস্তানের কাছেও হেরেছে বাংলাদেশ। মনে করা হয়েছিল, ভাল স্থানে যেতে অনেক কষ্ট করতে হবে। কিন্তু নামিবিয়ার বিপক্ষে যেভাবে খেলেছে বাংলাদেশ, তাতে আশা জেগে গেছে। বাংলাদেশ দল যে ভাল করবে সেই বিশ্বাস এখন সবার ভেতরই জাগ্রত হয়ে গেছে। অধিনায়ক সাইফ হাসান যে বলেছিল, ‘অবশ্যই লক্ষ্যটা থাকবে এক নম্বর হওয়ার। কিন্তু ধাপে ধাপে যাব, ম্যাচ বাই ম্যাচ খেলব। ওখানে প্রথম রাউন্ড খেলে যদি উঠতে পারি তবে কোয়ার্টার ফাইনাল আছে, ওভাবে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।’ গ্রুপপর্বে নামিবিয়াকে হারিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরিকল্পনায় শুরুর সাফল্য মিলেছে। এখন সামনে আরও দুটি গ্রুপপর্বের ম্যাচ শেষে পরের ধাপেও এগিয়ে যাওয়ার পালা। স্কোর ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ॥ ১৯০/৪; ২০ ওভার (পিনাক ২৬, নাইম ৬০, সাইফ ৮৪, আফিফ ১১, হৃদয় ০*; বার্গার ১/৩১, নেল ১/২২, শিকঙ্গো ১/৩৬, গুপিতা ০/৩০, ফোশে ১/৩৫, লটারিং ০/৩৫)। নামিবিয়া অনুর্ধ-১৯ দল ॥ ১০৩/৬; ২০ ওভার (লিন্ডে ৪, লোরেন্স ৪, ফোশে ১, ভ্যান জিক ৫৫, মোলেন্ডর্ফ ০, লফটি-ইটন ২৪, বার্গার ১১*, লটারিং ১*; অনিক ২/১৪, হাসান ২/১২, রবিউল ০/২৪, নাঈম ০/১৯, আফিফ ০/৩০, হৃদয় ১/৪)। ফলাফল ॥ বাংলাদেশ ৮৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ সাইফ হাসান।
×