ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিল্প খাতের অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ হলেন টিপু

প্রকাশিত: ০৬:০১, ১৪ জানুয়ারি ২০১৮

শিল্প খাতের অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ হলেন টিপু

স্টাফ রিপোর্টার ॥ অগ্নি নিরাপত্তা বিষয়ে উন্নত দেশগুলোতে অধ্যয়নের সুযোগ রয়েছে। বাংলাদেশে তেমন সুযোগ না থাকলেও প্রকৌশলী মোহাম্মদ আবদুর রশিদ টিপু চিন্তা করলেন এ বিষয়ে অধ্যয়নের। যার কারণে এখন তিনিও একজন আন্তর্জাতিক অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের জাতীয় অগ্নি নিরাপত্তা এ্যাসোসিয়েশনের (এনএফপিএ) স্বীকৃতি পেয়েছেন তিনি। এখন থেকে তিনি সারাবিশ্বে একজন আন্তর্জাতিক সার্টিফাইড অগ্নি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে পারবেন। এছাড়াও তিনি অগ্নি বিষয়ক বিভিন্ন সেমিনারে একজন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ হিসেবে বক্তব্যও দিতে পারবেন। সার্টিফাইড ফায়ার প্রটেকশন স্পেশালিস্ট (সিএফপিএস) স্বীকৃতি অর্জনের জন্য টিপুকে পরীক্ষা দিতে হয়েছে। গত বছরের ৭ ডিসেম্বর সিএফপিএস পরীক্ষায় অংশ নেন তিনি। একই বছরের ১৫ ডিসেম্বর টিপুকে সিএফপিএস সার্টিফিকেট ইস্যু করা হয়। এই সার্টিফিকেট দিয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে অগ্নি নিরাপত্তা খাতে এক অথোরিটি হিসেবে কাজ করতে পারবেন। একই সঙ্গে পেশাগত সম্পৃক্ততার উচ্চস্তরে একজন পেশাদার হিসেবে কাজ করতে পারবেন, যা কি না সকল চাকরিরত দায়িত্বের উর্ধে। টিপু ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে যন্ত্রকৌশল বিষয়ে স্নাতক করেন। এরপর তিনি অনলাইনে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার টেকনোলজি থেকে অগ্নি নিরাপত্তা বিষয়ে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট’ কোর্স করেন। তিনি এ্যাকর্ড অন ফায়ার এ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ নামে একটি বেসরকারী প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে ফায়ার সেফটি ইঞ্জিনিয়ার এবং কনসালট্যান্ট হিসেবে আড়াই বছর কাজ করেন। বর্তমানে তিনি বিভিন্নভাবে দেশের মানুষকে অগ্নিকা-ের মতো ভয়ানক পরিস্থিতি থেকে রক্ষার নানান কৌশল ও পরামর্শ দিয়ে থাকনে। সম্পদ ও জীবনহানি থেকে দেশকে কীভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে সচেতন করে তোলার চেষ্টা করছেন। একই সঙ্গে এই সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। টিপুর জন্ম লক্ষ্মীপুর সদর উপজেলায় গোরারবাগ গ্রামে। তিনি ২০০২ সালে রূপাচরা সফিউল্ল্যা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৪ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
×