ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ জানুয়ারি ২০১৮

সূচক কমলেও বেড়েছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক কমলেও বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৭ দশমিক ৪৬ শতাংশ লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে মোট ২ হাজার ২৩১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৭৬ কোটি ৫৪ লাখ টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৯৬ লাখ টাকা বা ৭.৪৬ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ দশমিক ৫৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৬ দশমিক ২৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ১৫ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২ দশমিক ৯৯ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৯৬ শতাংশ বা ১২৩.৫২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই ৩০ সূচক কমেছে ১ দশমিক ৮২ শতাংশ বা ৪১.৭১ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ১৪ শতাংশ বা ১৬.০৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টি কোম্পানির। আর দর কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক কমেছে ২.০৩ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টি কোম্পানির। আর দর কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। এদিকে বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি অটোকার্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৯৫ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির মেয়ার দর বেড়েছে ১০ দশমিক ২৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৭৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করে। সপ্তাহজুড়ে ডিএসইর গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মুলেশনের ৮ দশমিক ১৭ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬ দশমিক ৮৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৫ দশমিক ৯২ শতাংশ, এটলাস বাংলাদেশের ৫ দশমিক ৪৬ শতাংশ, বিডি থাইয়ের ৫ দশমিক ৩৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৫ দশমিক ৩২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৪ দশমিক ৮৫ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ৪ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল ইফাদ অটোস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ০৮ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭২ কোটি টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ড্রাগন সোয়েটার, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। অন্যদিকে সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৯ দশমিক ৯১ শতাংশ। এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে নাহী এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলে ৯ দশমিক ৭৩ শতাংশ, ইউনাইটেড এয়ার ওয়েজে ৮ দশমিক ৪৭ শতাংশ, নর্দান জুটে ৮ দশমিক ১৮ শতাংশ, আমরা নেটওয়ার্কে ৮ দশমিক ১৪ শতাংশ, ইউসিবিতে ৭ দশমিক ৭৬ শতাংশ, যমুনা ব্যাংকে ৭ দশমিক ৩১ শতাংশ এবং এবি ব্যাংকে ৬ দশমিক ৪২ শতাংশ দর কমেছে।
×