ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিল্লী ফিরে গেলেন মাওলানা সাদ

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ জানুয়ারি ২০১৮

দিল্লী ফিরে গেলেন মাওলানা সাদ

স্টাফ রিপোর্টার ॥ তাবলিগ জামাতের একাংশ, হেফাজত ও কওমিপন্থী আলেমদের বিরোধিতার মুখে টঙ্গীতে বিশ্ব এজতেমায় অংশ না নিয়েই ফিরে যেতে হলো মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভিকে। শনিবার দুপুর পৌনে বারোটার দিকে তাবলিগ জামাতের কেন্দ্রীয় শূরার সদস্য দিল্লীর নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি তার সফর সঙ্গীদের নিয়ে দিল্লী রওনা হন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি তারিক আহমেদ আস সাদিক জানান, শনিবার দুপুর পৌনে বারোটায় জেড এয়ারওয়েজের একটি বিমানে মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি ঢাকা ত্যাগ করেন। গত তিন বছর ধরে বিশ্ব এজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন মাওলানা সাদ কান্ধলভি। এর আগে হেদায়েতি বয়ান দিতেন তিনি। সেই অনুযায়ী চলতি বছরের এজতেমায় যোগ দিতে গত দশ জানুয়ারি বাংলাদেশে আসেন মাওলানা সাদ। তাবলিগ জামাতের একাংশ, হেফাজত ও কওমিপন্থী আলেমদের বিরোধিতার কারণে তাকে এজতেমায় অংশ নেয়া থেকে বিরত রাখতে বিমানবন্দর এলাকার রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। এতে ওই পক্ষ অনড় থাকলে পরদিন ১১ জানুয়ারি বিবদমান দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই ঘণ্টার বৈঠক শেষে সিদ্ধান্ত হয় মাওলানা সাদ এজতেমায় অংশ নেয়া থেকে বিরত থাকবেন। ‘সুবিধাজনক সময়ে’ তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন। এরপর শুক্রবার টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু হয়। এ সময় কাকরাইলে মসজিদেই কাটান মাওলানা সাদ। সম্প্রতি তাবলিগ জামাতের নেতৃত্ব দিয়ে দিল্লীর মারকাজ এবং দেওবন্দ মাদ্রাসার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। যার প্রভাবে বাংলাদেশ তাবলিগ জামাতের মধ্যে এই বিভক্তি।
×