ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএনসিসি উপনির্বাচন

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ জানুয়ারি ২০১৮

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রথম দিনই মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ব্যবসায়ী নেতা ও বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। তিনি ছাড়াও শনিবার মনোনয়ন ফরম কিনেছেন সাতজন। শনিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু হয়। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। বিকেলে পর্যন্ত ২৫ হাজার টাকা জমা দিয়ে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ডাঃ এইচ বি এম ইকবালসহ মোট আটজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দফতর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে বিকেলে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামের পক্ষে মনোনয়পত্র ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি ও নির্বাচনী সমন্বয়ক একেএম মিজানুর রহমান (প্রয়াত মেয়র আনিসুল হকের একান্ত সচিব) ও সহকারী সমন্বয়ক ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম, রবিউল ইসলাম রবি। ডাঃ এইচ বি এম ইকবালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোস্তফা তালুকদার। আর দিনের শুরুতেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাসেল আশেকী এবং হক গ্রুপের মালিক আদম তমিজি হক। এ ছাড়া ফরহাদ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম তোলেন গাজী আলমগীর নামের এক ব্যক্তি। সেইসঙ্গে ব্যবসায়ী হেলাল উদ্দিন হেলাল, তেজগাঁও কলেজের অধ্যক্ষ শাহ আলম, মনিপুর স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল ফরহাদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও সংগ্রহ শেষে আগামী ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থীতা চূড়ান্ত ঘোষণা করা হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপ-নির্বাচনে মেয়র পদে ভোগ গ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ ও ২২ জানুয়ারি। কাউন্সিলর প্রার্থীর তালিকা চেয়েছে আ’লীগ ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুনভাবে অন্তর্ভুক্ত ৩৬ ওয়ার্ডের নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের তালিকা পাঠাতে বলা হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর-দক্ষিণের সংশ্লিষ্ট নেতাদের। শনিবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচন হবে। এই পদের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে তিন জনের একটি প্যানেল সুপারিশ করবে।
×