ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পারিবারিক বিরোধ ॥ বাউফলে যুবলীগ নেতাকে পুলিশের নির্যাতন

প্রকাশিত: ০৪:২৩, ১৪ জানুয়ারি ২০১৮

পারিবারিক বিরোধ ॥ বাউফলে যুবলীগ নেতাকে পুলিশের নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ জানুয়ারি ॥ কথায় আছে, বাঘে ধরলে ১৮ ঘা, আর পুলিশ ধরলে ৩৬ ঘা। আর এমন একটি ঘটনা ঘটেছে বাউফলের কনকদিয়া ইউনিয়নের বউলতলি ব্রিজ বাজার এলাকায়। জানা গেছে, এক আত্মীয়ের পক্ষ হয়ে বাউফল থানার এসআই মামুন শনিবার দুপুরে এক কনস্টেবলকে সাথে নিয়ে বউলতলি ব্রিজ বাজার গিয়ে ইরান হাওলাদার নামের এক নিরপরাধ যুবককে পৈশাচিক কায়দায় মারধর করে এবং তার পকেটে গাঁজা দিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যান। নির্যাতিত ইরান কনকদিয়া ইউনিয়নের হোগলা ইউনিট যুবলীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক। নির্যাতিত ইরানের কয়েক স্বজন অভিযোগ করেন, বাড়ির ভাগবাটোয়ারা নিয়ে প্রতিপক্ষ সাবেক ইউপি মেম্বার সাদেকের সাথে তাদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর ১২টার দিকে বউলতলী ব্রিজ বাজারে সাদেক, হোসেন ও রহমতউল্লাহসহ আরও ৮-১০ জন ইরানকে মারধর করে আটকে রাখেন। এ ঘটনার আধা ঘণ্টা পর বাউফল থানার এসআই মামুন এক কনস্টেবলসহ ঘটনাস্থলে আসেন। তিনি মোটরসাইকেল থেকে নেমেই লাঠি দিয়ে ইরানকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। একপর্যায়ে তার পকেটে গাঁজার একটি পোটলা ঢুকিয়ে দেন। এরপর হাতকড়া পরিয়ে তাকে থানায় নিয়ে যান। এসআই মামুন কনকদিয়া ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার সাদেকের ঘনিষ্ঠ আত্মীয়। ইরানকে বাউফল হাসপাতালে চিকিৎসা দেয়ার পর থানা হাজতে রাখা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা ইরান জানান, তার সাথে কোন গাঁজা ছিলনা। গাঁজা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মারধরের প্রসঙ্গ এলে তিনি কোন জবাব না দিয়ে নীরব থাকেন। এ ব্যাপারে এসআই মামুন বলেন, ইউপির সাবেক মেম্বার সাদেক তার কোন আত্মীয় হন না। ইরানকে আমি মারধর করিনি। তাকে এলাকার লোকজন গাঁজাসহ আটক করে থানায় খবর দেন। আমি ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসি। বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ইরান একজন মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গাঁজাসহ গ্রেফতার করেছে। নির্যাতনের ঘটনা সত্য নয়। চার শ’ ৫৩ পরিবারে বিদ্যুতের আলো নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৩ জানুয়ারি ॥ বিদ্যুতের আলোয় আলোকিত হল কচুয়ার তিন গ্রামের ৪শ’ ৫৩ পরিবার। শনিবার বিকেলে উপজেলার বাইছারা উচ্চ বিদ্যালয় মাঠে বাইছারা, লইয়ামেহের ও নোয়াদ্দা গ্রামে বিদ্যুত সংযোগের ফলে ৪শ’ ৫৩ পরিবার বিদ্যুতের আলোয়ে আলোকিত হল। উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ এমপি। ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সভাপতিত্বে উদ্বোধনোত্তর সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, শাহবাগ থানা আওয়ামী লীগ সভাপতি জিএম আতিকুর রহমান, ডিজিএম জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইসমাইল ভুঁইয়া প্রমুখ।
×