ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশিত: ০৪:২২, ১৪ জানুয়ারি ২০১৮

রাজশাহীতে ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর ডাশমারী পূর্বপাড়া এলাকায় রিতু খাতুন (২০) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। রিতু খাতুন ওই এলাকার মৃত নেকবর হোসেনের মেয়ে। পুলিশ জানায়, রিতুর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। লাশ উদ্ধারের আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে হয়। এ সময় রিতুর শরীর থেকে মদের গন্ধ পাওয়া গেছে। পরিবারের সদস্যরা বলছে, রিতু নেশাগ্রস্ত ছিল। তাই অতিরিক্ত মদপানে তার মৃত্যু হতে পারে। তবে মদের গন্ধ ছাড়া অন্য কোন আলামত পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। পুলিশ আরও জানায়, রিতু নগরীর কমেলা হক ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। শনিবার সকালে নিজ বাড়িতেই রিতু মারা যান। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। লোকজ উৎসব শুরু আজ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আজ রবিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। এ মেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামন নূর। ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়। অবশ্য এ বিষয়ে শুক্রবার ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, আবহমান গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও সোনারগাঁয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। পথশিশুদের অধিকার দাবি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জানুয়ারি ॥ পথশিশুদের মৌলিক অধিকারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার ‘উদ্যোম’ নামে তরুণদের একটি সংগঠন এ কর্মসূচি পালন করে। ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। এ কর্মসূচীতে ওই সংগঠনের সভাপতি আকাশ রায়, সাধারণ সম্পাদক অভিজিৎ ভক্তসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও কর্মী ছাড়াও বেশকিছু পথশিশু ও তাদের অভিভাবকগণ অংশ নেন। এ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা মূল ব্যানারের পাশাপাশি বুকে বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন সাঁটিয়ে অংশ নেয়।
×