ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে এক রাতে চার বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৪:২১, ১৪ জানুয়ারি ২০১৮

ফরিদপুরে এক রাতে চার বাড়িতে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জানুয়ারি ॥ মধুখালীতে এক রাতে চার সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বেছে বেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওই চার বাড়ি থেকে নগদ ৪৮ হাজার টাকা ও আনুমানিক পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। শুক্রবার রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত ডাকাতির এ ঘটনা ঘটে উপজেলার কামারখালী বাজার সংলগ্ন রাজধরপুর ও মসলন্দপুর গ্রামে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তপন কুমার রায় নামে এক বাড়ির মালিক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রাত দুইটার দিকে একদল মুখোশপড়া ডাকাত দল প্রথমে কামারখালী বাজারসংলগ্ন রাজধারপুর গ্রামের রবি দাসের বাড়িতে সিঁধ কেটে ভিতরে ঢুকে ডাকাতি শুরু করে। ওই বাড়ি থেকে ১০ হাজার দুইশত টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে রবি দাসকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে দিয়ে একই এলাকার মনোজ কুমার রায়ের বাড়িতে গিয়ে ডেকে তুলে ডাকাতি করে। ডাকাতরা মনোজকে লোহার রড দিয়ে আঘাত করে এবং বাড়ির অন্যান্য সদস্যদের বেঁধে রেখে ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় । পরে একইভাবে ডাকাত দল পাশের তপন কুমার রায়ের বাড়িতে হানা দিয়ে গৃহকর্তাকে মাথায় আঘাত করে অচেতন করে দুটি স্বর্ণের চেন, কানের দুল, দুটি মোবাইল নিয়ে যায়। একইভাবে ডাকাত দল ওই গ্রামের পাশের গ্রাম মছলন্দপুরে কৃষ্ণ রবি দাসের বাড়িতে হানা দিয়ে সাত হাজার টাকাসহ দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
×