ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে যুবতীকে ধর্ষণ শেষে হত্যা

প্রকাশিত: ০৪:২০, ১৪ জানুয়ারি ২০১৮

টঙ্গীতে যুবতীকে ধর্ষণ শেষে হত্যা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৩ জানুয়ারি ॥ টঙ্গীতে মিতা (১৮) নামে এক যুবতীকে ধর্ষণ শেষে হত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার দুপুরে টঙ্গীর আউচপাড়া খাঁ- পাড়া রোডে শহীদের বাড়ি থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। নিহতের পিতার নাম আমিনুল ইসলাম। পরিবার থেকে দাবি করা হয়, মিতা তার নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ধর্ষণ এবং হত্যার শিকার হয়। পুলিশ জানিয়েছে, যুবতীর হত্যার ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্ত শেষে বলা যাবে হত্যাকা-ের রহস্য ও ধর্ষণের ঘটনা ঘটেছে কি না। নওগাঁয় মাদ্রাসাছাত্র নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার সকাল দশটার দিকে নওগাঁ শহরের চকপ্রসাদ মহল্লার পাশের একটি ফাঁকা মাঠ থেকে সাকিব (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাকিব শহরের চকপ্রসাদ খাঁপাড়া মহল্লার আজাহার আলীর পুত্র। সে চকপ্রসাদ আলীম মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিল। নিহত সাকিবের পরিবার জানায়, শুক্রবার রাত ৯টার দিকে সাকিব রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। সকালে গ্রামের পাশে ফাঁকা মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। রংপুরে পুঁতে রাখা লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার হক বাজার মালিয়াটারী মধ্যপাড়া গ্রামের মফেল উদ্দিনের নিখোঁজ ছেলে ব্যবসায়ী সিরাজুলের (৪০) লাশ শনিবার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বছরের ১৭ ডিসেম্বর রাতে সিরাজুল ইসলাম একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর সিরাজুলের ভাই সেরেকুল ইসলাম কাউনিয়া থানায় একটি জিডি করেছিলেন। পুলিশের ব্যাপক অনুসন্ধানে নিখোঁজের ২৮ দিন পর একই গ্রামের প্রতিবেশী ফরিদুল ইসলাম কামারের রান্নাঘরে মেঝেতে পুঁতে রাখা গলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান মাস্টার, কাউনিয়া থানার ওসি মামুন অর রশিদ, পৌর কমিশনার রমজান আলী বাবু প্রমুখ। লাশ উত্তোলন করে রংপুর মর্গে প্রেরণ করা হয়। ওসি মামুন অর রশিদ জানান, গত শুক্রবার রাতে ফরিদুল ইসলাম কামার ও তার স্ত্রী মিনি বেগম মিষ্টিকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী মবিনা বেগম জানায় আমার স্বামীর হত্যাকারীর যেন ফাঁসি হয়। এলাকার কয়েকজন ব্যক্তি জানান, সিরাজুল ইসলামের সুদের ব্যবসা ছিল। এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে তিনি লাখ লাখ টাকা লগ্নি করেছেন। সেই টাকা পরিশোধ নিয়ে দেনাদাররা তাকে খুন করে থাকতে পারে। চবিতে বৃদ্ধা চবি সংবাদদাতা জানান, শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ছেনোয়ারা বেগম (৬০) বলে জানা গেছে। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসের ফরেস্ট্রি ইনস্টিটিউট এলাকার পানির পাম্পের পেছনে একটি টিলা থেকে লাশটি উদ্ধার হয়। নিহত বৃদ্ধার পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত ছেনোয়ারা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত তিনদিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন। কালকিনিতে স্বামী নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনিতে আলহাজ সরদার (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সন্দেহে নিহতের স্ত্রী আসমা বেগমকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, পৌর এলাকার রামনগর গ্রামের ছত্তার সরদারের ছেলে আলহাজ সরদার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে তার নিজ ঘরের ভেতরে বিছানায় মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে আলহাজের লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনার সন্দেহে নিহতের স্ত্রী আসমা বেগমকে থানা পুলিশ আটক করে। নিহতের চাচা সেলিম সরদার অভিযোগ করে বলেন, আমার ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর এ ঘটনায় তার স্ত্রী আসমা জড়িত রয়েছে বলে তিনি জানান।
×