ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে মদ পানে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৭, ১৪ জানুয়ারি ২০১৮

সিরাজগঞ্জে মদ পানে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সয়দাবাদে বিষাক্ত মদ পানে দুই শ্রমিকের মৃত্যু এবং আরও ২ জন অসুস্থ হয়েছে। নিহতরা হলো সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের জামায়াত আলীর ছেলে আলম হোসেন (৩৮) ও বড় শিমুল পঞ্চসোনা গ্রামের শুকুর আলীর ছেলে রমজান আলী (৪৫)। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আলম হোসেন ও শুক্রবার রাতে নিজ বাড়িতে রমজান আলীর মৃত্যু হয়। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলম হোসেনের ভাই আল-আমিন ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ হুমায়ুন আহমেদ জানান, নিহত দুই জন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ট্রাকের লোড-আনলোডে শ্রমিকের কাজ করত। রাতের কোন এক সময় তারা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় রাতেই রমজান আলীর মৃত্যু হয়। শনিবার সকালে আলম হোসেনকে অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর দুপুরে মারা যায়। নওগাঁয় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ জানুয়ারি ॥ মহাদেবপুরে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণীর ছাত্রী আকতার বানু। শনিবার এ বাল্যবিয়ে বন্ধের ঘটনাটি ঘটেছে উপজেলার খাজুর দক্ষিণওড়া গ্রামে। এ গ্রামের মোঃ আতোয়ার রহমানের মেয়ে কুঞ্জবন বন্দর কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আকতার বানুর (১৫) বিয়ের প্রস্তুতি নেয় তার পরিবারের লোকজন। এ খবর পেয়ে বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল হাসান থানা পুলিশসহ ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। সেই সঙ্গে বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেন। হবিগঞ্জে জমি নিয়ে সংর্ঘষ ॥ আহত ৩০ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দুপুরে হবিগঞ্জের লাখাইয়ের তেঘরিয়ায় দু’দল লোকের মধ্যে সংঘর্ষে নারীসহ ৩০জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫জনকে হবিগঞ্জ সদর আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাদবাকি অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নানা স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
×