ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বালু উত্তোলনের প্রতিবাদে শেরপুরে আদিবাসীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৭, ১৪ জানুয়ারি ২০১৮

বালু উত্তোলনের প্রতিবাদে শেরপুরে আদিবাসীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ জানুয়ারি ॥ শ্রীবরদী সীমান্তের পাহাড়ী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও পরিবেশ দূষণের প্রতিবাদে এবার বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসীরা। শনিবার দুপুরে জেলা শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্রীবরদী পাহাড়ী সমাজ, বাগাছাস ও বর্মণ ছাত্র পরিষদ ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শ্রীবরদী সীমান্তের গারো পাহাড়ঘেঁষা কর্ণঝোরা এলাকায় ঢেউপা নদী ও বালিজুরি এলাকায় মার্সী নদী থেকে প্রভাবশালী অশুভ মহলের প্রত্যক্ষ হস্তক্ষেপে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয় মেঘাদল, চান্দাপাড়া ও বাবেলাকোনা আদিবাসী অধ্যুষিত এলাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাবেলাকোনা ব্রিজ ও বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সারাদিন ওই জনপথ দিয়ে ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে চরমভাবে শব্দদূষণ হচ্ছে। রাস্তাঘাট ভেঙ্গে পড়ছে। কিন্তু স্থানীয় প্রশাসনসহ কোন দায়িত্বশীল মহলই বিষয়টি দেখেও দেখছেন না। অবিলম্বে ওই বালু উত্তোলন বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জনউদ্যোগে আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। দুই অস্ত্র বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ শহরের জালালাবাদ থানার লামাকাজি আলীনগর এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র কিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে জালালাবাদ থানার মোবারকপুর পশ্চিম পাড়ার সোয়াব আলীর ছেলে লোকমান আলী (২৫) টুকেরগাঁও গ্রামের মৃত মোকলেছ আলীর ছেলে লকুজ মিয়া। তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান ও শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করা হয়।
×