ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ওয়ান বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর অভিযাত্রা শুরু

প্রকাশিত: ০৪:১৬, ১৪ জানুয়ারি ২০১৮

‘ওয়ান বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর অভিযাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘এক তর্জনী এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়ান বাংলাদেশ শীর্ষক কর্মসূচী। বাংলাদেশে সর্বোতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক সেই তর্জনীর নির্দেশনায় অনুষ্ঠিত এ কর্মসূচীতে খুলনা বিশ্ববিদ্যালয়ে সম্মিলন ঘটে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়ের প্রাগ্রসরমাণ একঝাঁক তরুণ-শিক্ষকের। এর মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ গঠনের অভিযাত্রা শুরু হলো। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যবস্থাপনায় ও সিআরআই কর্তৃক আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশীদ আসকারী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমানসহ ওই চার বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক নবীন শিক্ষক। ওয়ান বাংলাদেশের সমন্বয়ক, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচীতে সিআরআই’র সহযোগী সমন্বয়ক তন্ময় আহমেদ এবং এই কর্মসূচীর কেন্দ্রীয় সমন্বয়ক ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইনফর্মেশন টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মোঃ রশীদুল হাসান ‘ওয়ান ওয়ান বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। কর্মসূচীতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ।
×