ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিক্রি করতে রাজি না হওয়ায় ২৪ বিঘা জমির গাছ কর্তন

প্রকাশিত: ০৪:১৫, ১৪ জানুয়ারি ২০১৮

বিক্রি করতে রাজি না হওয়ায় ২৪ বিঘা জমির গাছ কর্তন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জানুয়ারি ॥ কম দামে জমি বিক্রি করতে না চাওয়ায় ধামরাইয়ে রাতের আঁধারে ভেকু দিয়ে কৃষকের প্রায় ২৪ বিঘা জমির ওপর লেবু বাগান ও বিভিন্ন প্রকার গাছ উপড়ে ও কেটে ফেলে জমি দখলের চেষ্টা করেছে একটি ভূমিদস্যু চক্র। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এ সময় বাধা দেয়ায় সন্ত্রাসীরা ৫ জনকে পিটিয়ে আহত করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ধামরাই থানাধীন বাইশাকান্দা ইউনিয়নের বাইশাকান্দা গ্রামে। জানা গেছে, বাইশাকান্দা গ্রামের কৃষক আব্দুল কাদের, খোরশেদ আলম, আনিছুর রহমান, নুরুল ইসলাম, মোকছেদ আলী, মোস্তফা হোসেন, মহেন্দ খাঁন, সন্তুজ খাঁ, ছায়েদ আলী, আব্দুল সেলিম ও আশকারুল্লাহসহ ১২ কৃষক তাদের নিজস্ব ২৪ বিঘা জমিতে লেবু বাগান করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এছাড়া, ওই জমিতে বিভিন্ন প্রকার গাছও ছিল। কয়েকদিন ধরে ওই ২৪ বিঘা জমি স্থানীয় একটি ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বিক্রি করার জন্য কৃষকদের চাপ দিয়ে আসছিল ওই ইউনিয়নের আমছিমুর এলাকার সাইফুল ইসলাম। কিন্তু কৃষকরা কম দামে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় শুক্রবার রাতে কয়েকটি ভেকু দিয়ে সারারাত সাইফুল ইসলাম ও তার লোকজন ২৪ বিঘা জমির লেবু বাগান ও বিভিন্ন প্রকার গাছ উপড়ে ও কেটে ফেলে জমি দখলের চেষ্টা করে। শনিবার সকালে সন্ত্রাসীরা ওই জমিতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেয়ার খবর পেয়ে জমির মালিকরা সেখানে যায়। সন্ত্রাসীরা তখন হামলা চালিয়ে তাদের মধ্যে ৫ জনকে পিটিয়ে আহত করে। এছাড়া, ঘটনাটি প্রশাসনকে জানালে তাদের হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখারও হুমকি দেয় ভূমিদস্যু চক্রটি। ভূমিদস্যুরা ওই জমির চারপাশে কাঁটাতারের বেড়া দেয়ারও চেষ্টা করে। কৃষকরা জানিয়েছেন, ভূমিদস্যুরা তাদের পথে বসিয়েছে। কারণ, লেবু ও গাছ বিক্রির মাধ্যমে তাদের সংসার ও সন্তানদের লেখাপড়া চলত। তবে, জীবন থাকতে জমি দখল করতে দেয়া হবে না। জমি রক্ষায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাসী সাইফুল এর আগেও জোরপূর্বক ওই এলাকার কয়েক বিঘা জমি কম দামে ওই কোম্পানির কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। সাইফুল ইসলাম দাবি করেন, প্রশাসনকে ম্যানেজ করেই তিনি কৃষকদের লেবু বাগান ও গাছ কেটে জমি দখল করার চেষ্টা করেছেন।
×