ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বিদেশী পর্যটকবাহী বাস ভাংচুর ॥ দুই পুলিশ আটক

প্রকাশিত: ০৪:১৪, ১৪ জানুয়ারি ২০১৮

কক্সবাজারে বিদেশী পর্যটকবাহী বাস ভাংচুর ॥ দুই পুলিশ আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের কলাতলীতে বিদেশী পর্যটকবাহী এক বাসে ভাংচুর চালানোর ঘটনায় জড়িত থাকার দায়ে সুমন ত্রিপুরা ও জহিরুল হক নামে দুই পুলিশ সদস্যকে জেলা প্রশাসনের জিম্মায় আটক রাখা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় কলাতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফ থেকে ফেরার পথে বিদেশী পর্যটকদের বহনকারী বাসটি শহরে প্রবেশের সময় কলাতলী মোড়ে ডলফিন চত্বরে পৌঁছায়। ওই সময় বিপরীতমুখী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের বাসকে ধাক্কা দেয়। বাসের ধাক্কা খেয়ে বিদেশী পর্যটকবাহী বাসটি পাশের একটি ইজিবাইককে ধাক্কা দেয়। তাৎক্ষণিক সাদা পোশাকধারী দুই ব্যক্তি নিজেদের দাঙ্গা পুলিশ পরিচয় দিয়ে বিদেশী পর্যটকবাহী বাসটি আটকে দেন। এক পর্যায়ে ওই দুই পুলিশ সদস্য উত্তেজিত হয়ে পর্যটকবাহী বাসের সামনের অংশের বাঁ পাশের গ্লাসে ইট নিক্ষেপ করেন। এতে বাসের কয়েকটি গ্লাস ভেঙ্গে যায়। আতঙ্কিত হয়ে পড়ে বিদেশী শিক্ষার্থীরা। লোকমান হোসেন বলেন, এরপরও ক্ষান্ত হননি ওই দুই পুলিশ সদস্য। বিদেশী শিক্ষার্থী পর্যটক ও শিক্ষকদের মারধর করতে উদ্যত হন দুই পুলিশ সদস্য। এ সময় তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে জিম্মি করে কলাতলী মোড় থেকে বিদেশী পর্যটকবাহী বাসটি সুগন্ধা মোড় এলাকায় নিয়ে আসেন।এরই মধ্যে বিদেশী পর্যটকবাহী বাসের যাত্রীরা ঘটনাটি শিক্ষা মন্ত্রণলায়ের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসককে অবহিত করেন। পরে রাত ১০টার দিকে জেলা প্রশাসকের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় ঘটনাস্থলে পুলিশ সদস্যদের জিম্মিদশা থেকে পর্যটকবাহী বাস ও যাত্রীদের উদ্ধার করেন।
×