ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘নভোনীল’এর মোড়ক উম্মোচন

প্রকাশিত: ০৪:১২, ১৪ জানুয়ারি ২০১৮

‘নভোনীল’এর মোড়ক উম্মোচন

৫ বছর সাফল্যের সঙ্গে যাত্রী পরিবহন করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে শীর্ষ স্থানীয় বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নভোএয়ার এর ত্রৈমাসিক ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘নভোনীল’ এর মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ, কে,এম শাহজাহান কামাল, নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস. এম. গোলাম ফারুক, বেবিচক চেয়ারম্যান এভিএম এম নাইম হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিত্ব এবং নভোএয়ার এর পরিচালক ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নভোএয়ার এর যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোট ৩টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন অঞ্চলের ২১টি ট্রাভেল এজেন্সিকে সম্মাননা প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে জঙ্গীবাদ নিয়ন্ত্রণে এসেছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ জঙ্গীবাদ চায় না, সন্ত্রাস চায় না। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বর্তমানে বাংলাদেশের জঙ্গীবাদ নিয়ন্ত্রণ করা হয়েছে। ধর্মের নামে যারা সন্ত্রাস করে দেশেকে জঙ্গীরাষ্ট্রের পরিণত করতে চায় তারা কখনোই সফল হবে না। মন্ত্রী শনিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর-শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
×