ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জীবনকে যে যত আনন্দ দিতে পারবে, সে ততই ভাগ্যবান ॥ অধ্যাপক আবু সায়ীদ

প্রকাশিত: ০৪:১২, ১৪ জানুয়ারি ২০১৮

জীবনকে যে যত আনন্দ দিতে পারবে, সে ততই ভাগ্যবান ॥ অধ্যাপক আবু সায়ীদ

বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দুই দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণী উৎসবের শেষ দিনে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সংলগ্ন মাঠে ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৭ ছাত্রছাত্রীকে পুরস্কার দেয়া হয়। এদিন সমাপনী পর্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মানিত ট্রাস্টি খোন্দকার মোঃ আসাদুজ্জামান, শিশু সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব আলী ইমাম, বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কামাল কাদির, বিশ্বসাহিত্য কেন্দ্রের শুভানুধ্যায়ী ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ খালিদ হাসান, গ্রামীণফোন লিমিটেডের ইনফ্রাস্ট্রাকচার বিজনেস, কর্পোরেট এ্যাফেয়ার্স পরিচালক মোহাম্মদ মাইনুর রহমান ভুঁইয়া এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। পুরস্কার বিতরণী উৎসবের সমাপনী দিনে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জীবন। এ জীবনকে যে যত আনন্দ দিতে পারবে, সে ততই ভাগ্যবান। আর জীবনকে আনন্দ দেয়ার অন্যতম মাধ্যম হলো বাই। পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় কয়েক হাজার মোমবাতি জ্বালিয়ে বিশ্বকবির ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে...’ গানটি গেয়ে উৎসবের সমাপ্তি করা হয়। পুরস্কারের বইসহ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে গ্রামীণফোন লিমিটেড। -বিজ্ঞপ্তি
×