ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে পাচারকালে ৪৯৪ সুন্ধি কচ্ছপসহ আটক ৩

প্রকাশিত: ০৪:১১, ১৪ জানুয়ারি ২০১৮

ভারতে পাচারকালে ৪৯৪ সুন্ধি কচ্ছপসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ভারতে পাচারকালে খুলনায় ৪৯৪টি বিলুপ্ত প্রায় প্রজাতির সুন্ধি কচ্ছপসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে বন বিভাগ ও র‌্যাব-৬ খুলনার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে পিকআপে থাকা কচ্ছপসহ তাদের আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট এবং র‌্যাব-৬ এর একটি দল শুক্রবার রাতে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে সাতক্ষীরাগামী একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই পিকআপের মধ্যে ৮টি ড্রামে বস্তাবন্দী ৪৯৪টি কচ্ছপ ছিল। এগুলো সুন্ধি প্রজাতির কচ্ছপ এবং বিলুপ্তপ্রায়। কচ্ছপগুলো বিভিন্ন ওজন ও বিভিন্ন সাইজের ছিল। এ সময় পিকআপ চালক মাসুম মোল্লা, পাচারকারী প্রদীপ কুমার বাড়ৈ ও শুভদেব রায়কে আটক করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বন কর্মকর্তা আরও জানান, কচ্ছপগুলো বর্তমানে তাদের তত্ত্বাবধানে রয়েছে। এগুলো ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে। তিনি জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী কচ্ছপ ক্রয়-বিক্রয়, পরিবহন ও খাওয়া নিষিদ্ধ। র‌্যাব-৬ এর এডিশনাল এসপি এনায়েত হোসেন মান্নান জানান, কচ্ছপগুলো বরিশালের বিভিন্ন বিল থেকে ধরা হয়। বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে সেগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।
×