ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জার্মানিতে মেরকেলের দুর্বল জোট সরকার গঠন

প্রকাশিত: ০৪:০৪, ১৪ জানুয়ারি ২০১৮

জার্মানিতে মেরকেলের দুর্বল জোট সরকার গঠন

জার্মানির কুশলী রাজনীতিবিদ চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল চতুর্থবারের মতো সে দেশের সরকার গঠন করেছেন ঠিকই তবে এই সরকারে তার প্রভাব থাকবে তুলনামূললকভাবে অনেক কম। এ নিয়ে তিনি ইউরোপকে নিয়ে তার ভবিষ্যত রূপকল্প বাস্তবায়ন করতে পারবেন কী না তা নিয়ে সংশয় আছে বলে বিশ্লেষকদের অভিমত। এ এফপি। সরকার গঠনের লক্ষ্যে এ্যাঞ্জেলা তার রক্ষণশীল দল ও সোশ্যাল ডেমোক্র্যাটদের নিয়ে ২৪ ঘণ্টার বেশি আলোচনার পর একটি মহাজোট সরকার গঠনের বিষয়ে মতৈক্যে উপনীত হন। এ প্রসঙ্গে এ্যাঞ্জেলা মেরকেল তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন যে, এর ফলে জার্মানির রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে এবং ঐক্যবদ্ধ ইউরোপের যাত্রা নতুন করে শুরু হবে। তবে কোয়ালিশন সরকার গঠনের চুক্তিপত্র স্বাক্ষরের কালি শুকানোর আগেই পর্যবেক্ষকগণ আশঙ্কা করছেন, তার দেশ ও ইউরোপ যে সব সমস্যার মুখোমুখি, জোটবদ্ধ সরকারে তার দুর্বল অবস্থানের কারণে তিনি হয়ত এগুলো সমাধান করতে সক্ষম হবেন না। প্রকৃতপক্ষে এ্যাঞ্জেলা মেরকেলের এই গ্রান্ড কোয়ালিশনকে পার্লামেন্টে শতকরা ৫৩ সদস্যের এক মিনি কোয়ালিশন বলা যায়। কারণ গত সেপ্টেম্বরের নির্বাচনে মেরকেলের রক্ষণশীল ও সোশ্যাল ডেমোক্র্যাট দলের বাইরে লাখ লাখ মানুষ অতি ডানপন্থী ও অভিবাসনবিরোধী দল এএফডি পার্টিকে ভোট দেয়। এতে করে যে কোন সময় রাজনৈতিক অস্থিরতা বা ভারসাম্যহীনতার কারণ ঘটতে পারে। যার ফলে এ্যাঞ্জেলার পক্ষে দেশ বা ইউরোপের জন্য কোন উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নাও হতে পারে। এ প্রসঙ্গে ডুয়িশবার্গ এসেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশেষজ্ঞ কার্ল রুডলফ কোর্টে জেড ডিএফ সংবাদ মাধ্যমে এক সাক্ষাতকারে বলেন, মেরকেল তার পূর্বতন সরকারে থাকাকালে শতকরা ৮০ ভাগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করেন। তখন দলে শক্তিশালী একক সংখ্যাগরিষ্ঠতার জোরে তিনি নিজ দেশ জার্মানি ও ইউরোপের অন্যান্য ই, ইউ জোটভুক্ত দেশগুলোর ওপর নিজের ক্ষমতা ও প্রভাব বিস্তার করতে সক্ষম হন। গ্রিস, ইতালিসহ অন্যান্য দেশের অর্থনৈতিক সঙ্কট মোচনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। মেরকেল নিজে অভিবাসীদের পক্ষে সহানুভূতিসম্পন্ন বলে হাঙ্গেরিসহ অন্যান্য বলকান দেশ যখন অভিবাসী আগমন ঠেকাতে তৎপর ছিল তখন তিনি তাদের ওপর চাপ প্রয়োগ করেছিলেন যাতে তারা অভিবাসীদের জন্য সীমান্ত খুলে দেয়।
×