ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় অধ্যায় প্রস্তুতি-৯

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ জানুয়ারি ২০১৮

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

বহুনির্বাচনী-৩০ ১। নবান্ন উৎসবে কোন দেবীর পূজা করা হয় ? (ক) সরস্বতী (খ) লক্ষ্মী (গ) দুর্গা ঘ) মনসা। ২। চৈত্রসংক্রান্তির প্রধান উৎসব কোনটি ? (ক) জামাইষষ্ঠি (খ) দোলযাত্রা (গ) দীপাবলি (ঘ) শিবপূজা। নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ নবম শ্রেণির ছাত্র অয়ন পহেলা বৈশাখের সকালে ইলিশ-পান্থা খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সকলের সাথে আনন্দ উপভোগ করে। এ আনন্দ উৎসব তার কাছে ছিল মহামিলন মেলা। ৩। অয়ন গ্রামে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ? (ক) সংক্রান্তি (খ) গৃহেপ্রবেশ (গ) বর্ষবরণ (ঘ) নবান্ন । ৪। সামাজিক ও পারিবারিক জীবনে উক্ত অনুষ্ঠানটি অয়নের জীবনে এক মহামিলন মেলা। কারণ এ অনুষ্ঠানটি- (র) সার্বজনীন (রর) অসাম্প্রদায়িক চেতনার মিলন (ররর) ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্পর্কিত নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর ৫। নামযজ্ঞ অনুষ্ঠানে যেভাবে কৃষ্ণনাম বা কীর্তন করা হয়Ñ (র) বিভিন্ন সুরে (রর) বিভিন্ন তালে (ররর) বিভিন্ন ছন্দে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ৬। যে সমস্ত আচার-আচরণ আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করে- (ক) ধর্মাচার নামে স্বীকৃত (খ) সদাচার নামে স্বীকৃত (গ) গুণাচার নামে স্বীকৃত (ঘ) নিত্যাচার নামে স্বীকৃত । ৭। যে দেবতা রথে অধিষ্ঠিত থাকেন- (র) জগন্নাথ (রর) বলরাম (ররর) সুভদ্রা। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৮। নবান্ন শব্দের অর্থ কী ? (ক) ডাল-ভাত (খ) মাছ-ভাত (গ) নতুন ভাত (ঘ) পুরাতন ভাত। ৯। দোলপূর্ণিমা আর কী নামে পরিচিত- (ক) র‌্যালি উৎসব (খ) হোলি উৎসব (গ) আনন্দ উৎসব (ঘ) বয়স্ক উৎসব। ১০। পণাতীর্থ কার জন্মস্থান ? (ক) মহাপ্রভু শ্রীচৈতন্য (খ) শ্রীকৃষ্ণ (গ) শ্রী জগন্নাথদেব (ঘ) শ্রী রাধা গোবিন্দ । ১১। যমুনা দেবীর ভাই’র নাম কী? (ক) অর্জুন (খ) যম (গ) গনেশ (ঘ) কার্তিক। ১২। লাভাদেবীর যা ইচ্ছে হলো- (ক) তীর্থযাত্রা (খ) গঙ্গা¯œান (গ) মন্দির স্থাপন (ঘ) নারায়ণ সাক্ষাত। ১৩। যেখানে ধর্মাচারের গুরুত্ব অপরিসীম- (র) ব্যক্তি ও পারিবারিক জীবন (রর) সামাজিক জীবন (ররর) পারলৌকিক জীবন। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। যা পরস্পর সম্পর্কিত- (র) ধর্মানুষ্ঠান (রর) মর্ধাচার (ররর) পূজাপার্বণ। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। পুরনো রেণুকা নদী বর্তমানে কী নামে পরিচিত ? (ক) যাদুকাটা নদী (খ) অদ্বৈত নদী (গ) লাভা নদী (ঘ) বাঙালি নদী । ১৬। পুণ্যস্থানকে কী বলা হয় ? (ক) মুক্তস্থান (খ) শুদ্ধস্থান (গ) তীর্থস্থান (ঘ) পাপ হরিস্থান। ১৭। নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তরা আসেন- (ক) হরিনাম দর্শনে (খ) অর্জুনভক্তের জন্য (গ) জানার জন্য (ঘ) দূর-দূরান্ত থেকে। ১৮। রথের সময় ভগবান কার কাছে নেমে আসেন ? (ক) পরোহিত (খ) ভক্ত (গ) সাধারণ মানুষ (ঘ) ধার্মিক। ১৯। রথযাত্রার কতদিন পর উল্টোরথ পালন করা হয় ? (ক) ৭ দিন (খ) ৮ দিন (গ) ৯ দিন (ঘ) ১০ দিন। ২০। দোলযাত্র মূলত- (ক) জৈনীয় উৎসব (খ) বৈষ্ণবীয় উৎসব (গ) শৈবীয় উৎসব (ঘ) বারুণী উৎসব । ২১। বাংলাদেশে যে তীর্থস্থানটি রয়েছেÑ (র) শ্রীহট্টের যুগল টিলা (রর) চট্টগ্রামের সীতাকুন্ড (ররর) নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দর। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২২। বৈশাবি বলতে কী বোঝায় ? (ক) ক্ষুদ্র নৃগোষ্ঠির ধর্মীয় সামাজিক উৎসব (খ) হিন্দুদের একটি উৎসব (গ) ক্ষুদ্র নৃগোষ্ঠির ধর্মীয় সংগঠন (ঘ)বৌদ্ধদের ধর্মীয় উৎসব। ২৩। রাখীবন্ধন কিসের প্রতীক ? (ক) আজীবন ভালোবাসার (খ) সুসম্পর্কের (গ) একাগ্রতার (ঘ) আন্তরিকতার। ২৪। নবান্নের দিনে যে দিবীর পূজা দেওয়া হয়- (ক) দেবি সরস্বতী (খ) দেবিদুর্গা (গ) দেবী কালি পূজা (ঘ) শ্রীশ্রী দেবী লক্ষ্মিপূজা। ২৫। সংক্রান্তি বলতে যা বোঝায়- (ক) বাংলা মাসের শেষ দিন (খ) বাংলা মাসের প্রথম দিন (গ) ফাল্গুন মাসের শেষ দিন (ঘ) জৈষ্ঠ মাসের প্রথম দিন । ২৬। ধর্মানুষ্ঠান করতে গেলে যা অবশ্য কর্তব্য ? (ক) নিত্যাচার (খ) শিবাচার (গ) সদাচার (ঘ) ধর্মাচার । ২৭। সংক্রান্ত শব্দটি অন্য কী নামে পরিচিত ? (ক) মাকরাইন (খ) পাকরইন (গ) সাকরাইন (ঘ) নাকরাইন। ২৮। রাখী শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন ? (ক) রক্ষা (খ) রাগ্ (গ) রক্ষিত (ঘ) রক্ষণ। ২৯। শিব পূজার অপর নাম কী ? (ক) ভগবান সেবা (খ) নীলপূজা (গ) সাদাপূজা (ঘ) লালপূজা। ৩০। ধর্মানুষ্ঠান বলতে যা বোঝায়- (ক) পূজাসহ ধর্মশাস্ত্রে অবশ্য কর্তব্য অনুষ্ঠানসমূহ (খ) সংরক্ষিত কর্মসমূহ (গ) পূজাপার্বণ (ঘ) নিত্যপার্বণ। উত্তর ঃ ১(খ), ২(গ), ৩(গ), ৪(ঘ), ৫(ঘ), ৬(ক), ৭(ঘ), ৮(গ), ৯(খ), ১০(ক), ১১(খ), ১২(খ), ১৩(ক), ১৪(ক), ১৫(ক), ১৬(গ), ১৭(ঘ), ১৮(খ), ১৯(গ), ২০(খ), ২১ (ঘ), ২২ (ক), ২৩(ক), ২৪ (ঘ), ২৫ (ক), ২৬(ঘ), ২৭(গ), ২৮(ক), ২৯(খ), ৩০(ক)। সুধীর বরণ মাঝি শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫
×