ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি শিক্ষায় বিশেষ মানের জেড অলইনওয়ান

প্রকাশিত: ০৬:২৫, ১৩ জানুয়ারি ২০১৮

প্রযুক্তি শিক্ষায় বিশেষ মানের জেড অলইনওয়ান

আইটি ডটকম প্রতিবেদক ॥ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এই স্বপ্ন বাস্তবায়নে পিসি বা ল্যাপটপের বিকল্প নেই। এই যুগে কম্পিউটার বা ল্যাপটপ কার না লাগে পতালা গড়নের পিসি দেখে আপনারও সাধ জাগাটা অমূলক নয়। অলইনওয়ে একনজরে জেড পিসি- ১৭.৩ ইঞ্চি এলসিডিডিসপে, প্রসেসর ইন্টেল এপোলো লেক, ৩জিবি ডিডিআর থ্রি রেম, ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ, ৫০০জিবি হার্ডডিস্ক স্টোরেজ, ৩ ঘণ্টা ব্যাটারি ব্যাকাপ, ২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, উইন্ডোজ ১০ জেনুইন অপারেটিং সিস্টেম, ডিসপ্লে রেসুলেশন, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড । ডিজাইন ফাইবার ও মেটাল দিয়ে তৈরি সিলভার কালারের জেড পিসি দেখতে খুবই সুন্দর, মসৃণ ও আকর্ষণীয়। ওজন কম হওয়ায় এই পিসিটি সহজে বহন করা যায়। ৫০০ জিবি হার্ডডিস্ক যা প্রয়োজনে বর্ধিত করা যায়। ওয়াই-ফাই, ব্লুটুথ ল্যান পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, ইউএসবি ২ পোর্ট দুটি, ইউএসবি ৩ পোর্ট একটি, অডিও কম্বো জ্যাক একটি, এইচডিএমআই পোর্ট ১টি, কার্ডরিডার ১টি। এছাড়াও স্পিকার, ওয়েবক্যাম রয়েছে। ডিসপ্লে ১৭.৩ ইঞ্চি টাচ স্ক্রিন অল ইন অয়ান পিসিতে রয়েছে ফুল এইচডিডিসপ্লে। জীবন্ত ছবি এইচডি গান ও মুভি দেখার জন্য চমৎকার। যে কোন অফিসিয়াল কাজ খুব সহজেই করতে পারবেন। টাচ স্ক্রিন সুবিধা থাকায় ফিঙ্গার ব্যবহার করে পিসিতে কমান্ড দেয়া যাবে। পিক্সেলের পরিমাণ ও বাজেট অনুযায়ী, টাচডিসপ্লে, পিসিটির অন্যতম বড় ফিচার। এক্সট্রা সুবিধা হিসাবে রয়েছে ওয়ারলেস কীবার্ড ও মাউসের সুবিধা, যা পিসির সঙ্গে সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে। সরাসরি দুবাই থেকে আমদানি করা জেড পিসির কীবার্ডে রয়েছে ইংলিশ ও আরবী বর্ণমালা। জেড পিসির বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার ও টেকসই। এ্যালুমিনিয়াম এবং মেটাল বডি খুবই নিখুঁত। পুরো ডিভাইসটি মজবুত ও কোয়ালিটি ফুল মনে হয়েছে। পারফর্মেন্স এই ল্যাপটপে ইন্টেলের সেলেরন সিরিজের পাওয়ারফুল প্রসেসর এপোলো লেক ব্যবহার করা হয়েছে। ২.৪০ গিগাহার্জ গতির ডুয়াল কোর প্রসেসরটি মূলত দৈনন্দিন অফিস ও পারসনাল কাজের জন্য বেশ ভাল পারফর্মেন্স দেবে। এই প্রসেসর সারাদিন টানা ব্যবহারের পরও গরম হবে না। ফটোশপ ও ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ স্বাচ্ছন্দ্যে করা যাবে। বড় গ্রাফিক্সের কাজের জন্য প্রসেসরটি এখনও ভাল পারফর্মেন্স দেখাতে না পারলেও মাঝারি ভিডিও এডিটের কাজ প্রসেসরটি ভালভাবেই সামলে নিতে পেরেছে বলে পরীক্ষায় দেখা গেছে। অফিসের কাজ, ব্রাউজিং ও ভিডিও দেখার মতো কাজ সহজেই করা যাবে। এতে রয়েছে ৩ গিগাবাইট রেম ও ৩২জিবি ইএম এমসি স্টোরেজ যা আপনাকে বড় প্রোগ্রাম দ্রুত চালাতে সাহায্য করবে। জেড পিসিতে ৩ থেকে ৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ওয়েব ক্যামেরা পিসিটিতে রয়েছে ২ মেগা পিক্সেল ক্যামেরা। ইমু, স্কাইপি ও ভিবারে লাইভ ভিডিও চ্যাট করার জন্য এটি চমৎকার। বাংলাদেশের বাজারে এই বাজেটে জেড পিসিই বেস্ট কয়ালিটির টাচ ডিসপ্লের পিসি। স্পিকার হাইফাই স্পিকার সাউন্ড অনেক ক্লিয়ার। হেড ফোনে খুব ভাল কোয়ালিটির মিউসিক শোনা যায়। আইলাইফের ফুলটাচ জেডপিসি বহুমুখী কাজের জন্য গতিশীলও অতুলনীয়। হাই ভিডিও কাজের জন্য সুপারিশ করা যাবে না, মুভি দেখার জন্য ডিসপ্লে­সাইজ ছোট ডিভাইসটির মাউস এবং স্পিকার আরও উন্নত করতে পারত, ব্যাটারি ব্যাকআপ কম। উইন্ডোজ ১০ জেনুইন অপারেটিং সিস্টেম, ইন্টেলের পাওয়ার ফুল প্রসেসর পুরো ডিভাইসটি মজবুত ও কোয়ালিটি ফুল মনে হয়েছে। ভারি কাজের সময়ও পিসিটি গরম হয় না, হেডফোনে সাউন্ড যথেষ্ট ভাল, ইন্টেলের এইচডি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। যে কোন টেরাবাইটের এক্সটারনাল হার্ডডিস্ক সাপোর্ট করবে, ইন্টারনাল হার্ডডিস্ক বাড়ানো যাবে টানা ৮ ঘণ্টা চালানোরও পরও স্লো হয় না। ২৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ঢাকার মাল্টিপ্লান ও আইডিবি ভবনের স্টার টেক কম্পিউটার। বিস্তারিত জানার জন্য : ০১৮৪৭০৫২০৮২, ০১৮৪৭০৫২০৭৪।
×