ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বসুন্ধরার জন্য ব্লাইন্ড ক্রিকেটে স্বস্তি

প্রকাশিত: ০৫:২৩, ১৩ জানুয়ারি ২০১৮

বসুন্ধরার জন্য ব্লাইন্ড ক্রিকেটে স্বস্তি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেটাররা এখন বিশ্বকাপ ক্রিকেট খেলছে। নেপালের সঙ্গে একটি ম্যাচ জিতেছেও। দলটি আগের চেয়ে এখন অনেক স্বস্তিতেও আছে। সুদিনের হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেটে। ক্রিকেট পাগল দেশে তাদের পথ চলার ১৭ বছরে অভাব যেন কোনভাবেই পিছু ছাড়ছিল না। তবে ২০১৮ ওয়ানডে বিশ্বকাপে অনেকটাই বদলে গেছে ব্লাইন্ড ক্রিকেটারদের বাহ্যিক চেহারা। যার বড় ভূমিকায় বাংলাদেশের অন্যতম সেরা ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এর আগে ব্লাইন্ড ক্রিকেটের বড় কোন আসরে অংশ নেয়ার পূর্বে অভাবের কমতি ছিল না বাংলাদেশ দলের। একসেট জার্সির বেশি কিছু দেয়ার সামর্থ্য ছিল না বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের পক্ষ থেকে। তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। চার সেট করে জার্সি পেয়েছে দলের ১৭ জন ক্রিকেটার। ঠা-ার সময়ে খেলা হচ্ছে বলে ট্র্যাকশ্যূটও দেয়া হয়েছে তাদের। সঙ্গে দেয়া হয়েছে ক্রিকেট খেলার জুতাও। কারণ এবার বিশ্বকাপে খেলতে যাওয়া ব্লাইন্ড ক্রিকেট দলের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বটা পালন করছে বসুন্ধরা গ্রুপ। তাতেই যেন স্বস্তি ফিরেছে ব্লাইন্ড ক্রিকেটারদের। দলের কোচ সানোয়ার আহমেদ বলেন, ‘অন্য সময়ের তুলনায় এবারের টুর্নামেন্টে ছেলেরা বেশ ফুরফুরে মেজাজে আছে। বসুন্ধরা গ্রুপ যদি এভাবে সহযোগিতা করতে থাকে তাহলে খুব দ্রুতই ব্লাইন্ড ক্রিকেটে প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম হবে বাংলাদেশ।’ প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ কামরুল ইসলাম ও দলের ম্যানেজার মোহাম্মদ তাইজুদ্দিনের হাত ধরে শুরু হয় ব্লাইন্ড ক্রিকেটে বাংলাদেশের পথচলা। তারাও বলছেন এবারের টুর্নামেন্ট যেন একটু ভিন্ন অনুভূতিই দিচ্ছে। ঢাকা থেকে পাকিস্তানের করাচী এরপর লাহোরে পৌঁছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানোর জন্য বুলেট প্রুফ বাস। সামনে পিছনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গাড়িবহর। হোটেলে পৌঁছে লাল গালিচা, ফুলেল অভ্যর্থনা। যেন এক মর্যাদাপূর্ণ জাতীয় দল। দীর্ঘদিন ধরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মাহমুদ রশিদ জানান, পরিপূর্ণ সম্মান নিয়েই এবারের টুর্নামেন্ট খেলতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত।’ টুর্নামেন্ট শুরুর আগে বিকেএসপিতে ২০ দিনের ট্রেনিং করেছে কোচ সানোয়ার আহমেদের দল। পরিপূর্ণ ট্রেনিং না পেলেও পূর্বের চেয়ে এবার অনুশীলন ক্যাম্প নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। আর প্রথমবারের মতো অনুশীলন শেষে আর্থিকভাবে ক্রিকেটারদের অনুপ্রেরণা যুগিয়েছেন বিবিসিসির পরিচালক মঈন ইকবাল। বসুন্ধরা গ্রুপের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যমও তিনি। মঈন ইকবাল বলেন, ব্লাইন্ড ক্রিকেটের উন্নয়নের জন্য দ্রুতই সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে বসুন্ধরা গ্রুপ। তাই বিবিসিসির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক মঈন ইকবাল। আর সাফওয়ান সোবহানকে বিবিসিসির নেতৃত্বেও চাইছেন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
×