ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরও নিখুঁত হতে চান রাবাদা

প্রকাশিত: ০৫:২৩, ১৩ জানুয়ারি ২০১৮

আরও নিখুঁত হতে চান রাবাদা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের জেমস এ্যান্ডারসকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন কাগিসো রাবাদা। মাত্র ২২ বছর বয়সেই সপ্তম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব দেখিয়েছেন সেনসেশনাল এ কৃঞ্চাঙ্গ পেসার। দুই বছরের ছোট্ট ক্যারিয়ারে ইতোমধ্যে প্রকিপক্ষ ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছেন রাবাদা। তবে এখানেই থামতে চান না। ভুগতে চান না আত্মতুষ্টিতেও। তরুণ গতিতারকার কণ্ঠে আরও নিখুঁত হওয়ার প্রত্যয়, ‘এ পর্যন্ত আমি যা উপলদ্ধি করে আসছি তা হলো সবসময়ই কিছু সমস্যা থাকে। সবসময় আপনাকে অবশ্যই সেরা দক্ষতা দেখাতে হবে, আমি এখনও শতভাগ দেখাতে পারিনি। আমি শতভাগ নির্ভুল হওয়ার চেষ্টা করছি, আপনি কখনই হয়তোবা সেখানে পৌঁছতে পারবেন না। তবে আমি চেষ্টা করতে পারি এবং কাছাকাছি যেতে পারি।’ সেরা হওয়ার অনুভূতি জানিয়ে রাবাদা বলেন, ‘র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অনুভূতি বিশেষ কিছু। সবসময়ই আমি এটা চেয়ে আসছি। আশা করছি দলের জয়ে ভূমিকা রাখতে পারফর্মেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারব। আমি দিনে দিনে আরও ভাল করতে চেষ্টা করব।’ পুরো মৌসুমেই ধারাবাহিক পারফর্মেন্স অব্যাহত রেখে টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে পাওয়া শীর্ষস্থান ধরে রাখতে চান দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার। নিজ মাঠে ভারতের বিপক্ষে চলমান তিন টেস্ট সিরিজে কেপটাউনের প্রথম ম্যাচে ৭২ রানের জয়ে মুখ্য ভূমিকা পালন করা রাবাদা প্রথম শীর্ষস্থান দখল করেন। দক্ষিণ আফ্রিকা টেস্ট ইতিহাসের মাত্র সপ্তম বোলার হিসেবে এ কৃতিত্ব অর্জন করেন তিনি। টেস্ট ক্রিকেটে ২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ দিয়েই বিশ্বকে নিজের জাত চিনিয়েছেন ২২ বছর বয়সী এ ফাস্ট বোলার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ১০০ উইকেট শিকারেরও কৃতিত্ব অর্জন করা রাবাদা ‘পারফর্মেন্স অব্যাহত’ রাখতে চান। দলের বোলিং আক্রমণে নিজের ভূমিকার অগ্রগতি অব্যাহত রাখাটাই তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষা এবং দক্ষতার সঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতাই তার সাফল্যের মূল মনে করছেন রাবাদা। দলের স্ট্রাইক বোলার হতে চান। তবে ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে দলের চাওয়া তার কাছে সবার আগে, ‘দলের যেখানে প্রয়োজন আমি সেখানেই বোলিং করি। আমি বোলিং ওপেন করতে পছন্দ করি। তবে এই মুহূর্তে সেটা কঠিন। দল যে ভূমিকা আমাকে দিয়েছে তাতে আমি সন্তুষ্ট।’ মরনে মরকেল, ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডারের মতো প্রতিষ্ঠিত সব তারকা পেসারদের সঙ্গে একত্রে বোলিং করার বিষয়ে তিনি বলেন, ‘এটা অনেক বড় অনুভূতি।’ তিন ভার্সনেই সফল বাঁহাতি রাবাদার ২৪ টেস্টে শিকার সংখ্যা ১১০, ৪৩ ওয়ানডেতে ঝুলিতে পুরেছেন ৭০টি, আর ১৬ টি২০তে নিয়েছেন ২২ উইকেট।
×