ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাহফের পরিকল্পনায় দলবদল, লীগ, কর্পোরেট লীগ আয়োজন * নির্বাচনের আগেই বর্ষপঞ্জিকা তৈরির ভাবনা

জাতীয় হকি দলের ক্যাম্প শুরু

প্রকাশিত: ০৫:২২, ১৩ জানুয়ারি ২০১৮

জাতীয় হকি দলের ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮ আগস্ট-২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এই আসরের হকিতে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে পেরুতে হবে বাছাইপর্বের বাধা। ১১-১৭ মার্চ ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। এই আসরের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এ উপলক্ষে শুক্রবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতি। প্রাথমিক ক্যাম্পে ৩৮ খেলোয়াড়ের প্রায় অর্ধেক কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করেছেন। ঢাকায় গত বছর অনুষ্ঠিত এশিয়া কাপ হকির দলে থাকা ২২ জন আছেন প্রাথমিক দলে। ক্যাম্পে নতুন মুখ ৬ জন। প্রাথমিক ক্যাম্পে ডাকা হয়েছে ৪ গোলরক্ষক, ১২ ডিফেন্ডার, ১২ মিডফিল্ডার, ১০ ফরোয়ার্ডকে। নতুন ছয় মুখ হলেন বাংলাদেশ বিমানবাহিনীর সজীব, সাগর, মৃদুল, প্রসেনজিৎ, বাংলাদেশ সেনাবাহিনীর মনোজ বাবু এবং বিকেএসপির আল-নাহিয়ান শুভ। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত গত এশিয়ান গেমসের বাংলাদেশ কোয়ালিফাই করেছিল ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্ব চ্যাম্পিয়ন হয়ে। ইনচিয়ন এশিয়ান গেমসে ১ থেকে ৬ নম্বর হওয়া ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও জাপান সরাসরি খেলবে ইন্দোনেশিয়ায়। বাছাইপর্ব থেকে উঠবে আরও চার দেশ। ইন্দোনেশিয়ার টিকেট পেতে ওমানে লড়বে ১২ দল। বাংলাদেশ, স্বাগতিক ওমান, সিঙ্গাপুর, চাইনিজ তাইপে, হংকং, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ইরান এবং আজারবাইজানের সঙ্গে আছে আরও দুটি দেশ। সর্বশেষ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। এবার বাছাইপর্বে সেরা চারে থাকার চ্যালেঞ্জ। কোচ মাহবুব হারুন বলেন, ‘স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই সার্ভিসেস দলের। সুতরাং বেশিরভাগই খেলার মধ্যে ছিল। ৩৮ জনকে ডাকা হয়েছে। একবেলা করে অনুশীলন হবে। অনাবাসিক ক্যাম্প। ১৫ দিন পর আবাসিক ক্যাম্প হবে। এশিয়া কাপে দর্শক, সাবেক খেলোয়াড় এবং মিডিয়ার চাপে ছেলেরা তেমন ভাল খেলতে পারেনি। যেসব জায়গায় ভাল করেনি সেগুলো নিয়ে কাজ হবে।’ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মনোজ বাবু। প্রথম বিভাগের দল কম্বাইন্ড স্পোর্টিংয়ে প্রথমবারের মতো খেলেছেন গত বছর। সেখান থেকে সরাসরি আর্মিতে সুযোগ পেয়েছেন। পজিশন ডিফেন্ডার। বয়স ২১ বছর। পুরনো ঢাকার ছেলে মনোজ প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাওয়ায় খুবই উচ্ছ্বসিত, ‘আমার পজিশনে অনেক ভাল খেলোয়াড় রয়েছেন। এদের বিট করে এখনই হয়তো বা জাতীয় দলে সুযোগ পাব না। তবে আমার আত্মবিশ্বাস আছে নিজেকে প্রমাণ করে শীঘ্রই জাতীয় দলে খেলব।’ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান এহসান রানা বলেন, ‘যত দ্রুত সম্ভব লীগটা মাঠে গড়ানো উচিত। শেখ জামাল, শেখ রাসেল, সাইফ যাতে সরাসরি খেলতে পারে সেই চেষ্টা করব হকির বৃহত্তর স্বার্থে। এটা খেললে খেলোয়াড়রা যেমন লাভবান হবে তেমনি লীগের চেহারাও বদলে যাবে। তখন কেউ চাইলেও লীগ বয়কট করলে লাভ হবে না।’ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন, ‘অবশেষে একটি এ্যাডহক কমিটি হয়েছে। সব ক্লাবের প্রতিনিধি আছে এই কমিটিতে। আমার প্রথম কাজ হবে ৭-৮ দিনের মধ্যে লীগ কমিটি করে দলবদলের তারিখ ঘোষণা করা। আমি চাইছি এটি এশিয়ান গেমসের (৯-১৬ মার্চ) আগেই হোক। এশিয়ান গেমস বাছাইয়ের আগে তো সম্ভব নয়। তবে বাছাইয়ের পর ৮-১০ দিনের মধ্যেই সিজন শুরু হবে।’ বাহফের লক্ষ্য আছে বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করার। যেমন : কর্পোরেট টুর্নামেন্ট, ক্লাব কাপ, স্বাধীনতা কাপ, বিজয় দিবস। সারাবছর হকিটা মাঠে রাখতে চায় বাহফে। কারণ এই বছর জাতীয় দলের অনেকগুলো খেলা রয়েছে। এশিয়ান গেমস বাছাই, এশিয়ান গেমস, এশিয়ান চ্যালেঞ্জ কাপ, যুব দলের যুব অলিম্পিক বাছাই। একটি আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট করারও ইচ্ছে আছে তাদের। যে কোন সময়ই হকিতে নির্বাচন হয়ে যেতে পারে। তবে যে ক’দিনই থাকুক এই এ্যাডহক কমিটির পরিকল্পনাÑ এর মধ্যেই একটি হকির বর্ষপঞ্জিকা তৈরি করে ফেলা। শেখ জামাল, সাইফ, শেখ রাসেলের মতো কিছু দলও হকিতে আসতে চায়। তাদের দ্বিতীয় বিভাগে খেলার প্রস্তাব দিয়েছিল ফেডারেশন। কিন্তু তারা রাজি হয়নি, তারা সরাসরি প্রিমিয়ার ডিভিশনে খেলতে চায়। এদের প্রিমিয়ারে নেয়া যায় কিনা এ নিয়েও আলোচনা হবে। প্রিমিয়ার সম্ভব না হলে এদের কর্পোরেট টুর্নামেন্টসহ অন্যান্য টুর্নামেন্টে যুক্ত করার চেষ্টা করবে বাহফে।
×