ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবনমন এড়াল মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ০৫:২২, ১৩ জানুয়ারি ২০১৮

অবনমন এড়াল মুক্তিযোদ্ধা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল এখনও শেষ হয়নি। কিন্তু তার আগেই চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়ে গেছে যথাক্রমে ঢাকা আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানম-ি। এতে লীগের আকর্ষণ হারানোর আশঙ্কা থাকলেও সেটা হয়নি। তার কারণ কোন দল রেলিগেশনের ফাঁদে পড়বে সেটা এখনও চূড়ান্ত হয়নি। এই তালিকায় আগে ছিল তিনটি ক্লাবের নাম। রহমতগঞ্জ, ফরাশগঞ্জ এবং মুক্তিযোদ্ধা। এখন অবশ্য তালিকা আরেকটু ছোট হয়েছে। কেননা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এই তালিকায় নেই। তারা এড়িয়েছে অবনমন। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা গোলশূন্য ড্র করে টিম বিজেএমসির সঙ্গে। এই ড্র’য়ে দু’বারের লীগ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধার সংগ্রহ ২২ খেলায় ১৮ পয়েন্ট। ১২ দলের মধ্যে দশম হয়ে লীগ শেষ করলো তারা। সেই সঙ্গে স্বস্তির ড্র’তে এড়ালো অবনমন। পক্ষান্তরে পাঁচবারের চ্যাম্পিয়ন বিজেএমসি সমান খেলায় পেয়েছে ২০ পয়েন্ট। মুক্তিযোদ্ধার ঠিক একধাপ ওপরে থাকলো তারা। আজ লীগের শেষদিনের ও শেষ রাউন্ডের খেলা। সাইফ মুখোমুুখি হবে রহমতগঞ্জের। আর রাসেল মোকাবেলা করবে আরামবাগের। রহমতগঞ্জ (পয়েন্ট ১৫) যদি ড্র করে বা হারে তাহলে তারা অবনমিত হবে, সেক্ষেত্রে বেঁচে যাবে ফরাশগঞ্জ (১৭)। আর যদি রহমতগঞ্জ তিন পয়েন্ট অর্জন করতে পারে তাহলে কপাল পুড়বে ফরাশগঞ্জের।
×