ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের ফল

প্রকাশিত: ০৫:২২, ১৩ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের ফল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার পঞ্চমদিনে বরিশাল বিভাগে কারাতেতে বালক কুমিতে ৪০ কেজিতে আবদুল্লা আল নোমান, ৪৫ কেজিতে জুবায়ের আহমেদ, ৫০ কেজিতে রাকিবুল ইসলাম, ৫৫ কেজিতে সাইফুল ইসলাম, ৬০ কেজিতে মীর সায়েম, ৬০ কেজি উর্ধ শ্রেণীতে মেহরাব কালভী, একক কাতায় নজরুল ইসলাম প্রথম হন। ফুটবলে অ-১৭ ফুটবলে বরিশাল জেলা ভোলা জেলাকে এবং বরগুনা জেলা ঝালকাঠি জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। রংপুর বিভাগে বক্সিংয়ে তরুণদের ৪৪ কেজিতে রেজা, ৪৯ কেজিতে জাহাঙ্গীর, ৫২ কেজিতে পারভেজ, ৫৬ কেজিতে সাব্বির; তরুণীদের ৪৪ কেজিতে বৃষ্টি, ৪৬ কেজিতে বিউটি, ৪৯ কেজিতে মুন্নি, ৫২ কেজিতে মীনাক্ষ্মী প্রথম হন। টেবিল টেনিসে তরুণ এককে স্বাগতিক জেলার হৃদয় একই জেলার কিরণকে, তরুণী এককে রংপুরের আতরিয়া ঠাকুরগাঁওয়ের জাবিনকে হারিয়ে, তরুণ দলগত ইভেন্টে গাইবান্ধাকে হারিয়ে রংপুর, তরুণী দলগত স্বাগতিক রংপুরকে হারিয়ে ঠাকুরগাঁও, তরুণ দ্বৈতে গাইবান্ধাকে হারিয়ে রংপুর এবং তরুণী দ্বৈতে গাইবান্ধাকে হারিয়ে ঠাকুরগাঁও চ্যাম্পিয়ন হয়। দাবায় অ-১৭ বিভাগে রংপুরের ফাহমিদ সরকার মিহাদ ও বালিকাদের এই বিভাগে একই জেলার সৈয়দা ফারিন ফাইরুজ অহনা প্রথম হন। চট্টগ্রাম বিভাগে ব্যাডমিন্টনে স্বাগতিক দলের ফারজানা আক্তার ও সিবগাত উল্লাহ ডাবল ক্রাউন জিতেছেন। তরুণ একক, তরুণ দ্বৈত এবং তরুণী দ্বৈতের তিনটি ইভেন্টেই প্রথম হয়েছে স্বাগতিক চট্টগ্রাম। কাবাডির ফাইনালে বান্দরবান জেলা চট্টগ্রাম জেলাকে এবং বালিকা বিভাগে রাঙ্গামাটি জেলা বি-বাড়িয়া জেলাকে হারিয়ে প্রথম হয়। সিলেট বিভাগে এ্যাথলেটিক্সে দ্রুততম মানব-মানবী হন সাইফুর রহমান ও সুমাইয়া আক্তার রিজু। কাবাডিতে ছেলেদের বিভাগে মৌলভীবাজার সিলেট জেলাকে হারিয়ে সেরা হয়।
×