ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বার্টির মুখোমুখি কারবার

প্রকাশিত: ০৫:২২, ১৩ জানুয়ারি ২০১৮

বার্টির মুখোমুখি কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাঞ্জেলিক কারবারের জয়রথ ছুটছেই। দুর্দান্ত জয়ে সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের ফাইনালেও জায়গা করে নিয়েছেন তিনি। শুক্রবার সেমিফাইনালে জার্মান টেনিস তারকা ৬-২ এবং ৬-৩ গেমে পরাজিত করেন ইতালির ক্যামিলা জিওর্জিকে। শিরোপা জয়ের লড়াইয়ে তার সামনে বাধা এখন অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টি। টুর্নামেন্টের শেষ চারে বার্টি ৩-৬, ৬-৪ এবং ৬-২ গেমে হারান তারই স্বদেশী দারিয়া গ্যাব্রিলোভাকে। ২০১৬ সালটা দুর্দান্ত কেটেছিল এ্যাঞ্জেলিক কারবারের। অসাধারণ পারফর্মেন্স করে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন তিনি। যার শুরুটা করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন জিতে। শেষ করেছিলেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হয়ে। শুধু তাই নয়, রিও অলিম্পিকের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন জার্মান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। সেই সঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছিলেন তিনি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। তবে নতুন মৌসুমে নতুন উদ্যমে শুরু করেছেন কারবার। দুর্দান্ত খেলেই সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের ফাইনালের টিকেট কাটেন তিনি। এর আগে হপম্যান কাপেও আলো ছড়িয়েছেন জার্মান তারকা। মৌসুমের প্রথম শিরোপা জয় থেকে আর মাত্র এক ম্যাচ দূরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। আজ ফাইনালে এ্যাশলে বার্টিকে হারাতে পারলেই শিরোপা উচ্ছ্বাসে ভাসবেন তিনি। তবে কারবারের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত বার্টিও। কেননা নিজের দেশের সমর্থকরা যে তার পক্ষেই থাকবেন আজ। শেষ চারে জয়ের পরই তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ঘরের মাটিতে ফাইনালে ওঠার আনন্দটা সত্যিই অন্যরকম। আমি মনে করি অস্ট্রেলিয়ান ওপেনের আগে এটাই দুর্দান্ত প্রস্তুতি।’ সোমবার থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে বৃহস্পতিবার হয়ে গেল মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ড্র। মেলবোর্নের মার্গারেট কোর্ট এরিনাতে এদিন মহিলা এককের ট্রফি নিয়ে হাজির হন মারিয়া শারাপোভা। দুই বছর আগে যেখানে ডোপ কেলেঙ্কারিতে টেনিস থেকে নিষিদ্ধ হয়েছিলেন, সেখানেই ট্রফি হাতে শারাপোভার আগমন। ব্যাপারটি মানতে পারছেন না অনেকেই। এতে তৈরি হয়েছে বিতর্ক। যদিও অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেইগ টাইলি শারাপোভাকে আমন্ত্রণের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এর পেছনে যুক্তিও দেখিয়েছেন তিনি। টাইলির মতে, ‘টুর্নামেন্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক কোন চ্যাম্পিয়নকেই ট্রফি নিয়ে আসতে হয়। কিন্তু সেরেনা উইলিয়ামস এবার খেলছেন না। ২০১৬ সালের বিজয়ী এ্যাঞ্জেলিক কারবার এখন সিডনিতে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলছেন। সাবেক দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাও পারিবারিক ঝামেলার কারণে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। যে কারণে সাবেক চ্যাম্পিয়ন শারাপোভাই এই সুযোগ পাওয়ার দাবিদার।’ মার্গারেট কোর্ট এরিনাতে শারাপোভা এলেন খুব স্বাভাবিক হাসিখুশি ভঙ্গিতেই। ড্রয়ের আগে এক সাক্ষাতকারও দেন তিনি। যেখানে পাঁচবারের গ্র্যান্ডসøাম জয়ী শারাপোভা বলেন, ‘আমি এখনও এক নম্বর হওয়ার স্বপ্ন দেখি। এটাই আমার মূল লক্ষ্য। জানি কাজটা খুব সহজ নয়, তবে সম্ভব।’ ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে ২০১৬ সালে ১৫ মাসের জন্য আন্তর্জাতিক টেনিস থেকে নিষিদ্ধ হন শারাপোভা। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের এপ্রিলে কোর্টে ফেরা শারাপোভা বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ৪৭ নম্বরে অবস্থান করছেন। অস্ট্রেলিয়ান ওপেনে তাই এবার সমর্থকদের আলাদা করেই নজর থাকবে।
×