ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমসের মূলপর্বে খেলতে মরিয়া বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২০, ১৩ জানুয়ারি ২০১৮

এশিয়ান গেমসের মূলপর্বে খেলতে মরিয়া বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আসছে ২-১০ মার্চ ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। যেখান থেকে মূলপর্বের টিকেট মিলবে দুটি দলের। ১২ দলের এই লড়াইয়ে নিজেদের ফেভারিট মনে করে চ্যাম্পিয়ন হয়েই মূলপর্বে খেলতে চান জাতীয় দলের কোচ মাহবুব হারুন। তবে টুর্নামেন্ট শুরুর আগে বেশ কটি প্রস্তুতি ম্যাচ খেলার দাবিও জানান তিনি। লড়াইটা হকিতে এশিয়ান দলগুলোর সেরাদের সেরা কাতারে থাকার। তবে তার জন্য বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৩০-এ থাকা বাংলাদেশকে উৎরাতে হবে বাছাইপর্বের বাধা। যেখানে হারুন শিষ্যদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা কিংবা হংকংয়ের মতো দলগুলো। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়ে আবারও মাঠে ফিরছে হকি। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে ৩৮ সদস্যের প্রাথমিক দল। যেখানে আছেন প্রত্যাশিত সবাই। তাইতো টুর্নামেন্টের সেরা দুইয়ে থাকার চ্যালেঞ্জটা নিচ্ছেন জাতীয় দলের কোচ। তবে এক্ষেত্রে তার পক্ষ থেকে পাওয়া গেল কিছু চাহিদা। গত বছর ঘরের মাঠে এশিয়া কাপের আগে দীর্ঘদিনের ক্যাম্প হলেও খেলা হয়নি কোন প্রস্তুতি ম্যাচ। যা দলকে ভুগিয়েছে মূল আসরে। তাইতো এবার বাছাপর্বের আগে শক্তিশালী কোন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আবেদন কোচের। ওমানে বাছাইপর্বে পাওয়া ২ দলসহ ১২ দল নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেংবাংয়ে আসছে ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ১৮তম আসর।
×