ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসি জাদুতে শেষ আটে বার্সিলোনা

প্রকাশিত: ০৫:১৯, ১৩ জানুয়ারি ২০১৮

মেসি জাদুতে শেষ আটে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ সব শঙ্কা কাটিয়ে স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সিলোনা। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফর্মেন্সে ভর করে কাতালানরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েচে অতিথি সেল্টা ভিগোকে। ন্যুক্যাম্পে বার্সার হয়ে মেসি করেন জোড়া গোল। বাকি গোলগুলো করেন জর্ডি আলবা, লুইস সুয়ারেজ ও ইভান রাকিটিচ। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেল্টার মাঠে ১-১ গোলে ড্র করেছিল বার্সিলোনা। যে কারণে শঙ্কা ছিল শেষ পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকতে পারবে কিনা আর্নেস্টো ভালভার্ডের দল। প্রথম লেগে অবশ্য মেসি, সুয়ারেজদের বিশ্রাম দিয়েছিলেন কোচ। বাঁচা-মরার ম্যাচে তাই ঝুঁকি নেননি তিনি। তারকাদের ফিরিয়ে এনেই দুর্দান্ত জয় পেয়েছে বার্সা। দুই লেগ মিলিয়ে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে শেষ আটের ছাড়পত্র পেয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। সেল্টার মাঠে প্রথম লেগের ম্যাচে জয়ের দেখা পায়নি মূল আসরে এখন কোন ম্যাচ না হারা বার্সিলোনা। বার্সাকে রুখে দেয়ার তিনদিন পর স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গেও ড্র করে তারা। এ কারণেই ফিরতি লেগে বার্সা বস মেসি, সুয়ারেজদের বসিয়ে রাখার ঝুঁকি নেননি। ন্যুক্যাম্পে সেল্টার প্রতিরোধ একাই ভেঙ্গে দেন মেসি। ম্যাচের ১৫ মিনিটের মধ্যে বার্সিলোনাকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। ১৩ ও ১৫ জর্ডি আলবার সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় দারুণ দু’টি গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের শুরুতে দু’গোল করেও ক্ষান্ত হননি মেসি। এর একটু পর হ্যাটট্রিকও হয়ে যেতে পারতো বার্সার আর্জেন্টাইন কিংবদন্তির। কিন্তু তার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। মেসির প্রথম দু’গোলের পেছনে দারুণ অবদান রাখা আলবাকে ধন্যবাদ জ্ঞাপন করতে তাকে গোলের সুযোগ করে দেন মেসি। ২৮ মিনিটে হাওয়ায় ভাসিয়ে সুন্দর ভঙ্গিমায় আলবাকে গোলের জন্য বল যোগান দেন মেসি। বল পেয়ে গোল করে বার্সিলোনাকে ৩-০ গোলে এগিয়ে দেন আলবা। মেসি-আলবার নৈপুণ্যে কাঁপছিল ন্যুক্যাম্প। এমন সময় সেই উত্তেজনা আরও বাড়িয়ে দেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ৩১ মিনিটে দলকে চতুর্থ গোলের স্বাদ দেন তিনি। বিরতির পর তিনটি রদবদল আনে বার্সা। তারপরও গোলের জন্য মরিয়া ছিল স্বাগতিকরা। কিন্তু এই অর্ধে নিজেদের ভালভাবে গুছিয়ে নিয়ে খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করে সেল্টা। তবে গোল হতে পারে এমন কোন আক্রমণ শানায়নি তারা। উল্টো ৮৭ মিনিটে আরও একটি গোল হজম করে সেল্টা। এবার সেল্টার জালে বল পাঠান বার্সিলোনার মিডফিল্ডার ইভান রাকিটিচ। দলের দুর্দান্ত জয়ের মুখে চওড়া হাসি বার্সিলোনার কোচ ভালভার্ডের। ম্যাচ শেষে তিনি বলেন, এ ম্যাচে দল নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছে। প্রথম লেগ ড্র করে আমরা খুব বেশি ভাল অবস্থায় ছিলাম না। এমন অবস্থায় বড় ব্যবধানে জয় অবশ্যই খেলোয়াড়দের পরিশ্রমের ফল। এই ম্যাচে বিরতির কিছুক্ষণ পর মেসিকে তুলে নেন বার্সা কোচ ভালভার্ডে। যে কারণে ৩০০ ম্যাচেরও বেশি সময় পর প্রথমবারের মতো একঘণ্টা পেরনোর আগে মাঠ থেকে উঠতে হয় পাঁচবারের ফিফা সেরা তারকাকে। মেসি যে দুর্দান্ত ছন্দে ছিলেন তাতে করে সমর্থকরা তার হ্যাটট্রিক দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন। কিন্তু ৫৯ মিনিটে তাকে তুলে উসমান ডেম্বেলেকে মাঠে নামান বার্সা বস।
×