ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে বাংলাদেশ নামিবিয়া মুখোমুখি আজ

প্রকাশিত: ০৫:১৮, ১৩ জানুয়ারি ২০১৮

বিশ্বকাপে বাংলাদেশ নামিবিয়া মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। প্রথমদিনেই নামিবিয়া যুব দলের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ যুব দল। আজ রাত তিনটায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। গত আসরের সেমিফাইনালিস্ট বাংলাদেশ যুব দল। এবার ‘সি’ গ্রুপে রয়েছে। প্রতিপক্ষ তিন দল হচ্ছে ইংল্যান্ড, নামিবিয়া ও কানাডা। নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ ওভালে নামিবিয়ার বিপক্ষে লড়াই করার একদিন পর একই ভেন্যুতে কানাডার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ১৮ জানুয়ারি। গ্রুপপর্ব থেকে দুটি দল সুপার লীগ কোয়ার্টার ফাইনালে খেলবে। নামিবিয়া ও কানাডা দুর্বল দুই দল থাকায় বাংলাদেশের সুপার লীগ কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা থাকছে। তবে কন্ডিশন বাংলাদেশের জন্য অনেক কঠিন। তা ভালভাবেই বোঝা গেছে। প্রস্তুতি ম্যাচগুলোতে খুবই খারাপ অবস্থা হয়েছে বাংলাদেশের। শুরুতে ওটাগো একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছে। ওটাগোর বিপক্ষে তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ২৪ রানে হেরেছে। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরেছিল। প্রথম ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তাতে করে ২-০ ব্যবধানে সিরিজে হেরেছে। এরপর আফগানিস্তানের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচে হার হয়েছে বাংলাদেশ যুব দলের। ৫৬ রানে হার হয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। কন্ডিশন নিয়ে অনেক ভাবনার আছে। আশা চ্যাম্পিয়ন হওয়া। এক নম্বর হওয়া। কিন্তু সেই আশা কন্ডিশন জয় করতে পারলেই সম্ভব। তা বোঝাই যাচ্ছে। বিশ্বকাপে গ্রুপপর্বে ১৬ দল খেলছে। ১৬ দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ‘ডি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গী আফগানিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সামনে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া এবং বাংলাদেশে অনুষ্ঠিত গত আসরের রানার্সআপ ভারতের সঙ্গে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, জিম্বাবুইয়ে ও পাপুয়া নিউগিনি রয়েছে। বাংলাদেশ সুপার লীগ কোয়ার্টার ফাইনালে উঠলেও বিপদ থাকছেই। সুপার লীগ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাকতে পারে অস্ট্রেলিয়া অথবা ভারত। ‘বি’ গ্রুপের সেরা দুটি দল তারা। যে কোন এক দলের বিপক্ষেই খেলা হতে পারে। এরপর সুপার লীগ সেমিফাইনালে যদি বাংলাদেশ ওঠে তাহলে পথতো আরও কঠিন হবে। এরপর না ফাইনালে খেলবে বাংলাদেশ। গত আসর বাংলাদেশের মাটিতে হয়েছিল। সেমিফাইনাল পর্যন্ত খেলতে পেরেছে বাংলাদেশ। তৃতীয় দল হয়েছে। এবার লক্ষ্য এক নম্বর হওয়া। সেই লক্ষ্যের কথা দেশ ছাড়ার আগে অধিনায়ক সাইফ হাসানই জানিয়েছে। সাইফ বলেছিল, ‘অবশ্যই লক্ষ্যটা থাকবে এক নম্বর হওয়ার। কিন্তু ধাপে ধাপে যাব, ম্যাচ বাই ম্যাচ খেলব। ওখানে প্রথম রাউন্ড খেলে যদি উঠতে পারি তবে কোয়ার্টার ফাইনাল আছে, ওভাবে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।’ অবশ্য কন্ডিশন নিয়ে যে ঝামেলা আছে তা সাইফরাও জানেন। তবে কন্ডিশন জয় করার কথাই সাইফের কণ্ঠে শোনা গেছে, ‘ওখানে কন্ডিশনটা আমাদের জন্য অবশ্যই কঠিন হবে। তবে আমাদের প্রস্তুতি ভাল ছিল। গত এশিয়া কাপে খুব ভাল ক্যামব্যাক করেছি।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা এই ব্যাচটা অনেকদিন এক সঙ্গে আছি। আমাদের কমিউনিকেশন ও কম্বিনেশন খুব ভাল। ওটাই আমাদের শক্তি।’ এখন এই শক্তি নিয়ে বাংলাদেশ যুব দল সামনে এগিয়ে যেতে পারলেই হয়। প্রস্তুতি ম্যাচগুলোতে যে খারাপ স্মৃতি মিলেছে, তা ভুলে বিশ্বকাপের মূল মঞ্চে নিজেদের উজাড় করে দিতে পারলেই হয়। কন্ডিশন সম্পর্কে এতদিনে ভালই জানা হয়েছে। এখন কন্ডিশনকে জয় করে নিজেদের নৈপুণ্য দেখাতে পারলেই হয়। তাহলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হতে পারে। তা না হলেও ভাল ফল বয়ে আনা যেতে পারবে। যুব বিশ্বকাপের ১২তম আসরের শুরুর দিনেই বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। নামিবিয়াকে হারিয়ে মিশনটা শুভ করতে চায় সাইফবাহিনীও। যুব বিশ্বকাপ ১৯৮৮ সালে শুরু হয়। প্রথম বিশ্বকাপেই অস্ট্রেলিয়া বাজিমাত করে। এরপর ১০ বছর পর ১৯৯৮ সালে দ্বিতীয় যুব বিশ্বকাপ হয়। এবার চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সেই থেকে প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ হচ্ছে। এ পর্যন্ত ১১বার বিশ্বকাপ হয়েছে। অস্ট্রেলিয়া ও ভারত সর্বোচ্চ তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান দুইবার, ইংল্যান্ড, দণি আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ একবার করে শিরোপা জিতে। বাংলাদেশের সর্বোচ্চ অর্জন তৃতীয় হওয়া। গত আসরে বাংলাদেশের মাটিতে খেলা হয়। সেই আসরেই সেমিফাইনালে খেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত তৃতীয় সেরা দল হয়। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যেই আজ নামিবিয়ার বিপক্ষে যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।
×