ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবনা মেডিক্যালে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ১০॥ বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৫:০৬, ১৩ জানুয়ারি ২০১৮

পাবনা মেডিক্যালে  ছাত্রলীগের  দু’গ্রুপে সংঘর্ষে আহত ১০॥ বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১২ জানুয়ারি ॥ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে পাবনা মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে। এ অবস্থায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর ২টার মধ্যে ছাত্রদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, পাবনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি মাহফুজ নয়ন মেডিসিন ক্লাব নিয়ন্ত্রণ করেন। অপরদিকে সাধারণ সম্পাদক অদ্বিতীয়দের নিয়ন্ত্রণে রয়েছে রোটারি ক্লাব গ্রুপ। নতুন শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে তাদের মধ্যে বৃহস্পতিবার রাত থেকে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ হলে ভোরে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতরা হলেন মেডিক্যাল কলেজের সাবেক সভাপতি আবু তোরাব মিম, বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, উপ যুগ্ম সম্পাদক জয়দেব কুমার সূত্রধর, সদস্য নির্ঝর, সাগর আহম্মেদসহ আরও ৫ জন। এ বিষয়ে পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ রিয়াজুল হক জানিয়েছেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্ররা এই ক্যাম্পাসের পরিবেশ সুনাম নষ্ট করবে এটা মেনে নেয়া হবে না। উদ্ভুত পরিস্থিতিতে পাবনা মেডিক্যাল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বেলা দুইটার মধ্যে ছাত্রদের হোস্টেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি, যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, ভোর রাত থেকে পাবনা মেডিক্যাল কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ক্যাম্পাসসহ হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
×