ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উকিল নোটিসের জন্য তৈরি থাকুন

প্রকাশিত: ০৫:০৩, ১৩ জানুয়ারি ২০১৮

উকিল নোটিসের জন্য তৈরি থাকুন

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনী নোটিস পাঠানো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে একই ধরনের নোটিসের জন্য তৈরি থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নিয়ে বক্তব্যের জন্য খালেদার পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এই নোটিস দেয়া হবে জানিয়ে তিনি বলেন, বিএনপির দুর্নীতির কেচ্ছা রূপকথার কাহিনীকেও হার মানাবে। প্রধানমন্ত্রীর সৎসাহস আছে বলে তিনি সত্যকে তুলে ধরেছেন। এতে বিএনপি নেতাদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে। শুক্রবার কমলাপুরে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রীকে ভুয়া উকিল নোটিস দেয়ার জন্য বিএনপিকে এবং বিএনপি চেয়ারপার্সনের ‘জোড়া তালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে’- এমন বক্তব্যের জন্য তাঁকে উকিল নোটিস দেয়া হবে। বিএনপিকে অপেক্ষা করতে হবে সেই উকিল নোটিসের জন্য। ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর ডিজাইনে ভুল রয়েছে বলে মির্জা ফখরুল দাবি করেছেন। আপনি (মির্জা ফখরুল) এ বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করুন। তা না হলে আপনাকে আদালতে গিয়ে মামলা মোকাবেলা করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জিয়া পরিবারের যে দুর্নীতির খবর তুলে ধরেছেন, তা দেশী-বিদেশী গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে। এই তথ্যগুলো গণমাধ্যম দিয়েছে। এটা প্রমাণিত। ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে নিবন্ধিত দল ছাড়া অন্য কেউ অংশ নিতে পারবে কি না-এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ প্রশ্নের জবাব দেবে নির্বাচন কমিশন। আমি দিতে পারি না। আমি যতটুকু জানি, এখানে নিবন্ধিত কোনো দল ছাড়া অন্য কেউ অংশগ্রহণ করার কথা নয়। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নগদ ৩২ লাখ টাকা ও ৩৭ হাজার কম্বল বিতরণ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের রাজনীতি নিষ্ঠুর হয়ে গেছে। এটা শুধু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। রাজনীতি শুধু প্রতিপক্ষকে বিষোদগার নয়। মানুষের দুঃখ-কষ্টের এ অবস্থায়ও আমরা আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দেখিনি। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা (বিএনপি) শীতার্তদের পাশে দাঁড়ায়নি। তারা হাওরের মানুষের পাশে যেমন দাঁড়ায়নি তেমনি বন্যার্তদের পাশেও দাঁড়ায়নি। আর তারা লোক দেখাতে একদিনের জন্য দুর্গত এলাকায় গেলেও শুধু ফটোসেশন আর সরকারের বিরুদ্ধে বিষোদগার ছাড়া আর কিছুই করেনি। তিনি আরও বলেন, তারা (বিএনপি) মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে রাজনীতি করে। বিএনপি কখনো মানুষের কষ্ট লাঘবের রাজনীতিতে বিশ্বাস করে না। শুধু মানুষের কষ্টকে পুঁজি করেই রাজনীতি করতে চায়। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ নিজেই একটা অবৈধ বাড়ি রক্ষার জন্য আদালতে ভুয়া কাগজপত্র সাবমিট করেছিলেন। তিনিই বৃহস্পতিবার খালেদা জিয়ার মামলায় আদালতে গিয়ে বললেন ভুয়া কাগজপত্র নাকি সাবমিট করা হয়েছে! তিনি তো নিজেই ভুয়া কাগজপত্র সাবমিট করে অবৈধ বাড়ি রক্ষা করতে গিয়েছিলেন। তিনি তো নিজেই ভুয়া কাজ করেন। ওবায়দুল কাদের বলেন, সুইডেনে বসে বিএনপির এক নেতা ঢাকায় কিলার গ্রুপের নেতৃত্ব দিচ্ছে। দেশের সংবাদপত্র ও টেলিভিশনে এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে। এ সংবাদের ভিত্তিতে দেশের জনগণকে তা আমি জানিয়েছি। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমার সেটা দায়িত্ব। তিনি বলেন, জিয়া পরিবারের দুর্নীতির বিষয়ে দেশী-বিদেশী পত্রিকা এবং টেলিভিশনে সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় শপিংমল ও রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে অর্থ পাচারের মাধ্যমে বিএনপি যে বিনিয়োগ করেছে সে তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। জঙ্গী দমন বিষয়ে তিনি বলেন, জঙ্গী দমনে সক্ষমতার দিক থেকে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী সমসাময়িক বিশ্বের জন্য রোল মডেল। তারা যেভাবে জঙ্গী দমন করেছে সত্যি দেশের জন্য তা প্রশংসনীয়। এ বিষয়ে তিনি আরও বলেন, আমরা জঙ্গীবাদের কাছে পরাজয় স্বীকার করিনি। তাদেরকে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দমন করেছে। আজকে ঘটনায় তা আবারও প্রমাণ হলো। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের পশ্চিম গেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন দ্বিতীয় মেয়াদে চার বছর পূর্তিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এ আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রেলপথ মন্ত্রী মুজিবুর হক। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
×