ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সমাপনীতে থাকবেন প্রণব মুখার্জী

আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন শুরু আজ

প্রকাশিত: ০৪:৫৮, ১৩ জানুয়ারি ২০১৮

আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ ‘বিশ্ব মানব হবি যদি কায়মনে বাঙালী হ’ প্রতিপাদ্যে দুই বাংলার তিন শতাধিক সাহিত্যিকদের অংশগ্রহণে আজ শনিবার থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে তিনদিনের আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন। আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদ আয়োজিত সম্মেলনে সহযোগিতায় রয়েছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও ফ্রেন্ডস অব বাংলাদেশ। আজ বেলা ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল পাঁচটা থেকে বাংলা একাডেমিতে শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিকতা। সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। সম্মেলন সম্পর্কে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদের প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন ইফসুফ বলেন, বাঙালীর হাজার বছরের একটি ইতিহাস রয়েছে। যা জীবন শিল্প-সাধনার কথা বলে উচ্চারণ করে শান্তির বারতা। বাঙালীর সেই ইতিহাস কথা বলে মানবিকতার। সেই মানবিকতার আহ্বান ছড়িয়ে দেয়াই হবে এ সম্মেলনের মূল উদ্দেশ্য। সম্মেলনে বিষয়ভিত্তিক সেমিনারের সঙ্গে উপস্থাপিত হবে দুটি মঞ্চনাটক এবং সঙ্গীত, গল্প ও কবিতাপাঠ, চলচ্চিত্র প্রদর্শনী ও আবৃত্তি অনুষ্ঠান। বিভিন্ন ভাষায় প্রকাশিত বই এবং লিটল ম্যাগাজিনের বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থাও থাকছে। আজ বিকেল ৫টা থেকে বাংলা একাডেমির প্রাঙ্গণে শুরু হবে সম্মেলনের কার্যক্রম। রাত পর্যন্ত চলবে প্রথম দিনের আয়োজন। একাডেমির বহিরাঙ্গনে প্রদর্শিত হবে দুই চলচ্চিত্র ‘সূর্যদীঘল বাড়ি’ ও ‘পদ্মা নদীর মাঝি’। আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ম্যাড থেটারের নাটক ‘নদ্দিউ নতিম’। এছাড়াও সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের কবি-সাহিত্যিকদের প্রীতি সম্মেলন। সন্ধ্যা ৬টায় কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের সমকালীন ছোটগল্প‘ শীর্ষক আলোচনা। এ বিষয়ে ভারতের প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের সঙ্গে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের কথাসাহিত্যিকরা। সম্মেলনের দ্বিতীয় দিন র[িজঞঋ নড়ড়শসধৎশ ংঃধৎঃ: }থএড়ইধপশ[জঞঋ নড়ড়শসধৎশ বহফ: }থএড়ইধপশববার অনুষ্ঠিত হবে ‘বাংলা সাহিত্যে দেশ ভাগের অভিঘাত’, ‘সাহিত্য ও চলচ্চিত্র’, ‘বাংলা সংবাদ ও সাময়িকপত্রের ২০০ বছর’ ও ‘সাম্প্রতিক বাংলা উপন্যাসের গতি ও গন্তব্য’ শিরোনামে চারটি সেমিনার। একই দিন বিকেলে রবীন্দ্র চত্বরে কবিতাপাঠের সঙ্গে আবহমান বাংলা গানের সুরে শ্রোতা-দর্শকদের হৃদয় রাঙ্গাবেন বাংলাদেশ ও ভারতের কবি-শিল্পীরা। সম্মেলনের তৃতীয় দিন ১৫ জানুয়ারি থাকছে তিনটি সেমিনারÑ ‘ভাষা আন্দোলন ও বাঙালী জাতিসত্তা’, ‘অনুবাদের সাহিত্য, সাহিত্যের অনুবাদ’ ও ‘প্রযুক্তির বিশ্বে সাহিত্যের সঙ্কট ও সম্ভাবনা’। এদিন বিকেল সাড়ে ৩টায় নজরুল মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতের বরেণ্য চিত্রশিল্পী যোগেন চৌধুরী। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সমাপনী আনুষ্ঠানিকতায় থাকবে সঙ্গীত, নৃত্য, কবিতা ও গল্পপাঠ, আবৃত্তি ও নাটকের পরিবেশনা।
×