ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁওয়ে গোয়ালদি কালীবাড়ি সেতু এখন মরণফাঁদ

প্রকাশিত: ০৪:৩১, ১৩ জানুয়ারি ২০১৮

সোনারগাঁওয়ে গোয়ালদি কালীবাড়ি সেতু এখন মরণফাঁদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপুরদি-গোয়ালদি-পানাম সড়কের গোয়ালদি কালীবাড়ি ব্রিজ এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এ ব্রিজ দিয়ে ট্রাক ও কভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজটি পুনর্নির্মাণ কিংবা সংস্কার করা হচ্ছে না। ব্রিজটির মধ্যস্থানে ভেঙ্গে গিয়ে রড বের হয়ে এসেছে। এ ব্রিজটি যে কোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। জানা গেছে, টিপুরদি-গোয়ালটি-পানাম সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের সঙ্গে যুক্ত হয়েছে। এ সড়কটি দিয়ে সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনসহ (সোনারগাঁও জাদুঘরে) ঐতিহ্যবাহী পানাম নগরীতে যাতায়াত করা যায়। এছাড়াও সোনারগাঁয়ের গোয়ালটি, সন্মাদিন, পানাম ও টিপুরদিসহ বিভিন্ন গ্রামের লোকজন উপজেলাসহ বিভিন্ন স্থানে এ সড়ক দিয়ে যাতায়াত করছে। ব্রিজটি সোনারগাঁও পৌরসভার ২নং ওয়ার্ডে কালীবাড়ি এলাকায় পড়েছে। এলাকাবাসী জানায়, ব্রিজটি ৩০-৩৫ বছর আগে নির্মিত হয়েছে। কিন্তু ব্রিজটির তেমন সংস্কার করা হয়নি। বর্তমানে ব্রিজটির মধ্যখানে ভেঙ্গে গেছে। ব্রিজটির ইট-সুরকি পড়ে গিয়ে রড বের হয়ে এসেছে। অথচ এ ব্রিজ দিয়ে ট্রাক ও কভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন প্রতিনিয়ত চলাচল করছে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ব্রিজটি পুনর্নির্মাণ কিংবা সংস্কার করছে না। গোয়ালদি এলাকার হোসেন আলী জানান, গত ১ বছর ধরে ব্রিজটির মধ্যখানে ভেঙ্গে গেছে। এছাড়াও ব্রিজটি রেলিংও ভেঙ্গে পড়ছে। অথচ কর্তৃপক্ষ ব্রিজটি নির্মাণ না করায় এলাকাবাসী ক্ষুব্ধ হচ্ছে। এখন ব্রিজটি আমাদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। একই এলাকার কাউসার ও ফাহিম জানায়, ব্রিজটির আরেকটি অংশ ভেঙ্গে গিয়েছিল। এলাকবাসীর উদ্যোগে ইট-সুরকি দিয়ে ঢালাই করে জোড়াতালি দেয়া হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এগিয়ে আসেনি। অটোচালক আঃ কাদের জানান, ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় জীবনে ঝুঁকিপূর্ণ চলাচল করতে হয়। ব্রিজটি ওপর দিয়ে যখন মালভর্তি ট্রাক কিংবা কভার্ডভ্যানসহ ভারি যানবাহন চলাচল করে তখন ব্রিজটি যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। এ সময় প্রাণহানির আশঙ্কাও রয়েছে। টিপুরদি এলাকার রিক্সাচালক আসলাম মিয়া জানান, অনেকদিন ধরেই শুনা যাচ্ছে ব্রিজটি টেন্ডার হয়েছে। কিন্তু কাজ শুরু হচ্ছে না। এ বিষয়ে সোনারগাঁও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাঈম আহমেদ রিপন জানান, এ ব্রিজটি টেন্ডার হয়ে গেছে। শীঘ্রই কাজ শুরু হবে।
×