ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্চে নোবিপ্রবির সমাবর্তন

প্রকাশিত: ০৪:২৭, ১৩ জানুয়ারি ২০১৮

মার্চে নোবিপ্রবির সমাবর্তন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান সম্ভাব্য আগামী মার্চ ২০১৮ এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে রাষ্ট্রপতিকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি চেয়ে আবেদন করা হয়েছে। সমাবর্তনে নিবন্ধনের তারিখ ১৫ জানুয়ারি হতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধনের যোগ্যতা- যাদের স্নাতক/স্নাতকোত্তর ফল প্রকাশিত হয়েছে। নিবন্ধন ফি স্নাতক/স্তাতক (সম্মান) ৩,৫০০ টাকা, স্নাতকোত্তর ৩,৫০০ টাকা ও স্নাতক/ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ৪,৫০০ টাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড, নোবিপ্রবি শাখার সমাবর্তন নোবিপ্রবি ০২০০০০৫২৭৭৪৮১ নম্বর হিসাব সারাদেশের অগ্রণী ব্যাংকের যে কোন শাখায় নগদ জমা দিয়ে জমা রশিদের কাউন্টার কপির ফটোকপি নিবন্ধন ফরমের সঙ্গে সংযুক্ত করে ডাক যোগে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নিবন্ধন পদ্ধতি ॥ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের শিক্ষা শাখায় ফরম পূরণের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ফরম ডাউনলোড করে প্রিন্ট নিয়ে হাতে পূরণ ও ছবি সংযুক্ত করে স্ক্যান কপি জেপিইজি/জেপিজি/পিজিএফ ফরমেটে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের subject হবে ‘Covocation’। একই ফরম্যাটে একই ঠিকানায় টাকা জমার রসিদের স্ক্যান কপিও প্রেরণ করতে হবে। উল্লেখ্য, গাউন সংগ্রহের সময় অবশ্যই টাকা জমার ব্যাংক রশিদের মূল কপি জমা দিতে হবে। ইতোপূর্বে যারা সাময়িক সনদপত্র সংগ্রহ করেছেন মূল সনদপত্র সংগ্রহের সময় তাদের অবশ্যই সাময়িক সনদপত্র জমা দিতে হবে। -বিজ্ঞপ্তি
×