ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যমুনার দুর্গম চরে সোলার বিদ্যুত কেন্দ্র

প্রকাশিত: ০৪:২২, ১৩ জানুয়ারি ২০১৮

যমুনার দুর্গম চরে সোলার বিদ্যুত কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১২ জানুয়ারি ॥ ইসলামপুর উপজেলার যমুনার নদীর দুর্গম চরাঞ্চলের মানুষের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিতে বেসরকারী ভিনসেন জিটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দুর্গম চর মন্নিয়ায় ২৪৯ দশমিক ৬ কিলোওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতাসম্পন্ন সোলার মিনি গ্রিড বিদ্যুত কেন্দ্র স্থাপন করেছে। ইতোমধ্যে ওই চরের ১ হাজার ২০০টি পরিবারে বিদ্যুত সংযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে করে ওই চরের ২০ হাজার মানুষের দীর্ঘদিনের বৈদ্যুতিক আলোর চাহিদা পূরণসহ এই বিদ্যুত ব্যবহার করে ফসলের জমিতে সেচ কাজ, রাতে ছেলেমেয়েদের পড়ালেখা করাসহ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। জানা গেছে, ইসলামপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল বেলগাছা ইউনিয়নের মন্নিয়া গ্রামটিতে ২০ হাজার লোকের বসবাস। জন্ম থেকেই ওই এলাকার মানুষেরা বিদ্যুতের আলো থেকে বঞ্চিত থাকত। আর এতে করে ডিজিটালাইজ তথ্য প্রযুক্তির যুগেও তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। এখন আর কেউ তাদের দমিয়ে রাখতে পারবে না। চরবাসীর আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে ভিজিএল-১ সোলার মিনি গ্রিড বিদ্যুত উৎপাদন কেন্দ্র। মন্নিয়া বাজার সংলগ্ন স্থানে এই বিদ্যুত কেন্দ্রটি স্থাপিত হয়েছে। ইতোমধ্যে ওই এলাকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত সংযোগ দিয়ে গ্রামটিকে আলোকিত করেছে ভিনসেন জিটেক লিমিটেড। এতে করে কৃষি জমি আবাদ, কাঠ চিড়াইয়ের করাত কল, ধান ভাঙ্গানোর যন্ত্র, বরফকল চালনার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছায় শিক্ষার্থীদের লেখাপড়ার ও জীবনযাত্রার মান উন্নয়নে দারুণ ছোঁয়া লেগেছে। জানা গেছে, ভিনসেন জিটেক লিমিটেড ৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভিজিএল-১ সোলার মিনি গ্রিড বিদ্যুত উৎপাদন কেন্দ্রটি স্থাপন করে। এ বিদ্যুত কেন্দ্র থেকে ২৪৯ দশমিক ৬ কিলোওয়াট বিদ্যুত উৎপন্ন হবে। সরেজমিনে মন্নিয়া চরে গিয়ে দেখা গেছে, মন্নিয়া বাজারসহ ওই এলাকায় ১৮ কিলোমিটার বিদ্যুত সংযোগ লাইন স্থাপন করা হয়েছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে যাওয়ায় ওই এলাকার মানুষেরা স্বস্তি ফিরে পেয়েছে।
×