ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ট্রাম্পের বিদ্বেষপূর্ণ মন্তব্য

প্রকাশিত: ০৩:৫১, ১৩ জানুয়ারি ২০১৮

অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ট্রাম্পের বিদ্বেষপূর্ণ মন্তব্য

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী কয়েকটি দেশের নাগরিকদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে একদল সাংসদের সঙ্গে অভিবাসন নীতিমালা নিয়ে আলোচনায় বৃহস্পতিবার তিনি বলেন, ‘কেন আমরা নোংরা দেশগুলো থেকে এসব লোককে এখানে নিয়ে আসছি?’ হাইতি, এল সালভাদর ও আফ্রিকার দেশগুলো নিয়ে ট্রাম্পের এই অশোভন মন্তব্য ছিল বলে ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে জানায় বিবিসি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য নিয়ে ডেমোক্র্যাট-রিপাবলিকান দুই শিবিরেই তীব্র সমালোচনার মধ্যে হোয়াইট হাউস এক বিবৃতিতে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছে। ‘ওয়াশিংটনের কিছু রাজনীতিক বিদেশী দেশগুলোর হয়ে লড়াইয়ের পথ বেছে নিয়েছে; অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছা সব সময়ই আমেরিকার জনগণের পক্ষে লড়াই করার,’ বিবৃতিতে বলেন হোয়াইট হাউসের মুখপাত্র রাজ শাহ। মার্কিন বর্তমান প্রশাসন অন্য অনেক দেশের মতো মেধা-ভিত্তিক অভিবাসনে আগ্রহী বলেও মন্তব্য মুখপাত্রের। ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দেশকে শক্তিশালী করতে স্থায়ী সমাধানের পথে লড়াই চালিয়ে যাচ্ছেন, যেন তাদেরই স্বাগত জানানো যায়, যারা আমাদের সমাজে অবদান রাখতে পারবেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে ও আমাদের মহান জাতির সঙ্গে একীভূত হয়ে যেতে পারবেন।’ অস্থায়ী, দুর্বল ও বিপজ্জনক পন্থায় নেয়া অভিবাসী যারা পরিশ্রমী মার্কিনীদের ও বৈধভাবে অভিবাসী হওয়া নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলে ট্রাম্প তাদের প্রত্যাখ্যান করতে চান বলেও বিবৃতিতে বলা হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির একদল কংগ্রেস সদস্য দ্বিপাক্ষিক একটি অভিবাসন নীতিমালা নিয়ে কথা বলতে গেলে ট্রাম্প অভিবাসন প্রত্যাশীদের নিয়ে বিদ্বেষপূর্ণ এ মন্তব্য করেন। - বিবিসি
×