ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

প্রকাশিত: ০৩:৫০, ১৩ জানুয়ারি ২০১৮

ভারত ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

ভারতে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে নাগরিকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়ে নতুন গাইড বই প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। মার্কিন নাগরিকদের জন্য কোন দেশ কতটা নিরাপদ, তাদের কোথায় যাওয়া উচিত, আর কোথায় নয়- এসব পরামর্শই বইটিতে আছে। বুধবার এটি প্রকাশ করা হয়েছে। খবর এডিটিভির। এতে দেশগুলোকে চারটি স্তরে ভাগ হয়েছে। এর মধ্যে ভারত আছে দ্বিতীয় স্তরে। সেদেশ ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের। ভারতে অপরাধ এবং সন্ত্রাস বাড়ছে বলেই এ বাড়তি সতর্কতা। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে যেতে মার্কিন নাগরিকদের পুরোপুরি নিষেধ করা হয়েছে। তবে পূর্ব লাদাখ এবং লেহ ভ্রমণ নিষিদ্ধ করা হয়নি। জম্মু ও কাশ্মীরে সশস্ত্র সংঘর্ষ লেগে থাকার কারণে মার্কিন নাগরিকদের যাতে কোন বিপদে পড়তে না হয়, তাই এ সতর্কবার্তা। তাছাড়া, ভারত-পাক সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে কোনও জায়গায় যেতেও মার্কিনীদের নিষেধ করা হয়েছে। পাকিস্তান রয়েছে তৃতীয় স্তরে। তৃতীয় স্তরের দেশগুলোতে যাওয়ার আগে বার বার ভেবে দেখতে বলা হয়েছে মার্কিনীদের। আফগানিস্তানের মত দেশগুলো রয়েছে চতুর্থ স্তরে। এ স্তরের দেশগুলোতে নাগরিকদের যেতে নিষেধ করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।
×