ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে শিশু হত্যা ॥ ব্যতিক্রমী প্রতিবাদ

প্রকাশিত: ০৩:৫০, ১৩ জানুয়ারি ২০১৮

পাকিস্তানে শিশু হত্যা ॥ ব্যতিক্রমী প্রতিবাদ

সাত বছরের শিশু জয়নব আনসারিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পাকিস্তানে নিজের শিশু কন্যাকে কোলে নিয়ে টিভিতে খবর পড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন দেশটির জনপ্রিয় এক উপস্থাপিকা। খবর ফার্স্টপোস্টের। পাকিস্তানের জনপ্রিয় সামা টিভির সংবাদ উপস্থাপিকা কিরণ নাজ খবরের শুরুতেই বলেন, আজ আমি শুধু আপনাদের সংবাদ পাঠিকা নই। এখানে আজ আমি একজন মা হিসেবে উপস্থিত হয়েছি। সে কারণেই কোলে রয়েছে আমার ছোট্ট মেয়ে। এ কথা সত্য যে, অতি ছোট্ট ওই কফিনটি আজ সবচেয়ে ভারি। পুরো পাকিস্তান এই কফিনের ভারে ভারাক্রান্ত। পাকিস্তানের এক দানব শিশুটিকে খুন করেছে। এটি শুধু একটি শিশুকে খুন নয়, পুরো সমাজকে খুন। গত সপ্তাহে সাত বছরের শিশু জয়নবকে পাকিস্তানের কাসুর থেকে অপহরণ করে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে দুষ্কৃতিকারীরা। জয়নব যখন অপহৃত হয় তখন তার মা-বাবা ওমরা পালন করতে সৌদি আরবে ছিলেন। গত চার জানুয়ারি মক্তবে কোরান পড়া শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় জয়নব। নয় জানুয়ারি বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ময়লার ভাগাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জয়নবের মৃতদেহ উদ্ধারের পর পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ জনতা বুধবার এক পর্যায়ে কাসুর পুলিশ সদর দফতরে হামলা চালালে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত ও কয়েকজন আহত হন। গত দুই বছরে শহরটিতে ১২টি শিশু একই ধরনের হত্যাকা-ের শিকার হন। স্থানীয়দের অভিযোগ, শিশু অপহরণ, যৌন নির্যাতন ও হত্যাকা- থামাতে পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
×