ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেলা ৭৫ উর্ধদের তথ্য চেয়েছে সুপ্রীমকোট লিগ্যাল এইড কমিটি

প্রকাশিত: ০৭:৫৭, ১২ জানুয়ারি ২০১৮

জেলা ৭৫ উর্ধদের তথ্য চেয়েছে সুপ্রীমকোট লিগ্যাল এইড কমিটি

স্টাফ রিপোর্টার ॥ দ-প্রাপ্ত বা মামলা বিচারাধীন এমন ৭৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের তথ্য এবং তালিকা চেয়ে দেশের কেন্দ্রীয় কারাগারসহ পাঁচটি কারাগারে কারা মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছে সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড কমিটি। কমিটির সদস্য-সচিব ও সহকারী এ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমার স্বাক্ষরে ৯ জানুয়ারি এ চিঠি পাঠানো হয়। বলা হয়েছে, বিচারে দীর্ঘসূত্রতার কারণে দীর্ঘদিন আটক বন্দীদের তালিকা পাওয়া গেলে তাদের আইনী সেবা দেয়া সম্ভব হবে। দেশের স্বল্প আয়ের ও অসহায় নাগরিকদের আইনী সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ করা হয়। এই আইনের অধীনেই প্রতিষ্ঠা করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এই সংস্থার অধীনে সুপ্রীমকোর্টসহ দেশের সব জেলায় লিগ্যাল এইড কমিটি বিনামূল্যে আইনী সেবা নিয়ে কাজ করছে। এর আগে গত বছর ১৫ নবেম্বর কারাকর্তৃপক্ষকে চিঠি দেয় সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড কমিটি। চিঠিতে ১০ বছরও পাঁচ বছরের বেশি সময় ধরে থাকা বন্দীদের আলাদা তালিকা দিতে বলা হয়। এ তালিকা পাওয়ার পর হাইকোর্ট বিভিন্ন সময়ে আদেশ দেন। সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড অফিসের কো-অর্ডিনেটর রিপন পৌল স্কু জনকণ্ঠকে জানিয়েছেন, এর আগেও বিচারের দীর্ঘসূত্রতার কারণে ১০ ও ৫ বছরের অধিক যারা কারাগারে আটক আছেন তাদের তালিকা চাওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে কারাকর্তৃপক্ষ ৪৬২ জনের তালিকা পাঠায়। তার মধ্যে ১০ বছরের অধিক যারা বিচারের দীর্ঘসূত্রতার কারণে আটক আছে এমন ৫৮ জনের বিষয়ে আদালতের নজরে আনা হয়। এর মধ্যে ১৮ জনের জামিন দেয়া হয়। ৯ বছরের উর্ধে ১৯ জনের বিষয়ে আদালতের নজরে আনা হলে ২ জন জামিন পান। বাকিদের বিষয়ে আদালত বিভিন্ন বিচারিক আদেশ দিয়ে মামলা নিষ্পত্তি করার নির্দেশ দেন। যার মধ্যে সিপন রিপনসহ ৪ জনকে বিচারিক আদালত খালাস দিয়েছেন।
×