ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৭:০৮, ১২ জানুয়ারি ২০১৮

আইনী পরামর্শ

প্রশ্ন: আমার এক বন্ধুর রিয়েল এস্টেট কোম্পানি ছিল। তার কাছ থেকে একটা ঋষধঃ কেনার জন্য ২৫ লাখ টাকা দেই। আজ-কাল করে করে বায়না দলিলটা করা হয়নি। আমার বন্ধুটি হঠাৎ মারা যায়। পরবর্তীতে তার ছেলেদের কাছে বিষয়টি বলা হয়। কিন্তু তারা টাকার কথাটা অস্বীকার করছে? এই টাকা পাওয়ার কোন পথ আছে কি? শাহীন চৌধুরী, গুলশান উত্তর: আপনার বন্ধু ওই কোম্পানির কোন্ পদে আছেন। তা উল্লেখ করেননি। তিনি গধহধমরহম ডিরেক্টর বা চেয়ারম্যান অথবা ডিরেক্টর হতে পারেন। আরও একটি বিষয় ওই রিয়েল এস্টেট কোম্পানিটা নিবন্ধিত কিনা তারপর আসে লেনদেনের বিষয়টি, বায়না না থাকলেও ক্যাশ মেমো বা সড়হবু ৎবপরাঢ়ঃ থাকার কথা সর্বোপরি সাক্ষী আছে কিনা তাও বলেননি। এগুলো থাকলে আপনার জন্য কোন ফৌজদারি প্রতিকার না থাকলেও সিভিল দেওয়ানি প্রতিকার পেতে পারেন। যদিও তা খুব দৃঢ় নয়। আপনি অর্থ দাবি উদ্ধারের মামলা বা মানিস্যুট মামলা আপনার সংশ্লিষ্ট জেলা জজ আদালতে মামলা দায়ের করতে পারেন আপনার বন্ধুর সন্তানদের বিবাদী করে। পাশাপাশি কোম্পানিকেও মোকাবেলা করে বিবাদী করতে পারেন। পাশাপাশি আপনার যদি উল্লিখিত কোন ডকুমেন্ট থেকে থাকে তাহলে মামলার ঘধঃঁৎপ ড়ভ পযধৎধপঃবৎ বদল হতে পারে।
×