ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্টাইলের অনুষঙ্গ টুপি

প্রকাশিত: ০৭:০৪, ১২ জানুয়ারি ২০১৮

স্টাইলের অনুষঙ্গ টুপি

শীতের ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে যেমন কাজের, তেমনি মাথা, নাক, কান ঢেকে ঠা ায় উষ্ণতার ছোঁয়া পেতে টুপির কদর রয়েছে। ‘মাংকি ক্যাপ’, ‘বাবল হ্যাট’, ‘বিনি হ্যাট’সহ বাহারি টুপি বেছে নিতে পারেন এই পৌষ-মাঘে। বাজারে পাওয়া যাচ্ছে নানান ধরনের টুপি। কান-মাথা ঠা া বাতাস থেকে বাঁচানোর পাশাপাশি এসব টুপি তৈরিতে নজর দেওয়া হচ্ছে স্টাইল ও নক্সার দিকে। রাজধানীর নিউমার্কেট, ঢাকা কালেজের উল্টা পাশের মার্কেটগুলো আর এলিফ্যান্ট রোডের ফুটপাথের পাশে ছোট ছোট দোকান ঘুরে দেখা গেল, শিশুদের টুপির ক্ষেত্রে নানা রকমের পুতুল, কার্টুন ও প্রাণীর কাঠামোকে বেছে নেওয়া হয়েছে। তন্তু হিসেবে উল ও মোটা সুতি এবং ভেতরে কম্বলের কাপড়কে প্রাধান্য পেয়েছে। তাছাড়া শিশুরা যেহেতু উজ্জ্বল রং বেশি পছন্দ করে তাই তাদের টুপিতে উজ্জ্বল লাল, গোলাপি, কমলা ইত্যাদি রংয়ের প্রাধান্য বেশি। নারীদের ফ্যাশনেবল টুপি হিসেবে কান ঢাকা টুপি, বাবল হ্যাট, বিনি হ্যাট, বেরাট হ্যাটসহ নানান ধরনের টুপি দেখা যায়। নারীরা রঙিন ও সাদামাটা সব ধরনের টুপিই ব্যবহার করতে পারেন। তবে বাহারে নারীদের বাবল হ্যাট অর্থাৎ কান ঢাকা টুপির উপরে বল বসানো এমন টুপিরই চাহিদা বেশি। নারীরা রঙিন ও সাদামাটা সব ধরনের টুপিই ব্যবহার করতে পারেন। বেশিরভাগই কেবল পছন্দের ভিত্তিতে টুপি কেনেন। এই ধরনের টুপি কান ঢাকে আবার ফ্যাশনেবল থাকতেও সাহায্য করে। ছেলেদের জন্য রয়েছে মাংকি ক্যাপ। বিক্রেতারা জানান, ঠা ায় এই টুপি চলেও বেশি। তবে অনেকে আবার ফোল্ড করা কান ঢাকা টুপিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এছাড়াও নাক, কান ও মুখ ঢাকা মাংকি ক্যাপ, স্যান্তাক্লজ টুপি ও বাবল হ্যাট নারী, পুরুষ ও শিশু সবাই ব্যবহার করতে পারে। ফ্যাশনেইবল এসকল টুপি পাওয়া যাবে রাজধানীর নিউমার্কেট, ঢাকা কলেজের বিপরীতের মার্কেটগুলো, শাহবাগ মোড়ে এবং চারুকলা সংলগ্ন রাস্তায়। সাধারণত এসব ফ্যাশনেবল টুপির দাম দেড়শ টাকা থেকে ৪শ’ টাকার মধ্যে। কান ঢাকা টুপির দাম ১শ’ টাকা থেকে শুরু। নকশা ও স্টাইলের পার্থক্য ভেদে টুপির দাম কম বেশি হতে পারে, তবে কেনাকাটা করার সময় দরদাম করতে ভুলবেন না। ফ্যাশন ডেস্ক
×