ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুটবল উন্নয়নে বাফুফের লটারি

প্রকাশিত: ০৬:০৪, ১২ জানুয়ারি ২০১৮

ফুটবল উন্নয়নে বাফুফের লটারি

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগে একবার হয়েছিল। এবার আবারও শুরু হচ্ছে সেই কর্মযজ্ঞ। আবারও ফুটবল উন্নয়নে লটারি ছাড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১৪ সালে প্রথমবার এ লটারি ছেড়ে প্রায় ৮০ লাখ টাকা আয় করেছিল বাফুফে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আবার বাফুফেকে লটারি ছাড়ার অনুমতি দিয়েছে। ২০ টাকা মূল্যমানের এ লটারি বিক্রি শুরু হবে আগামী ২০ মার্চ থেকে। চলবে ৩ মে পর্যন্ত। লটারির ড্রয়ের দিন নির্ধারণ করা হয়েছে ৫ মে। দ্বিতীয়পর্বের লটারি পরিচালনার জন্য সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। প্রথমপর্বের লটারিতে ছিল ৫০ লাখ টাকার ১১৬৫টি পুরস্কার। দ্বিতীয়পর্বে পুরস্কার থাকছে ৫০ লাখ টাকার ৬২৪টি।
×