ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৫৭, ১২ জানুয়ারি ২০১৮

ঝলক

প্রজাপতির বিকাশ রহস্য প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা, টুকটুকে লাল-নীল ঝিলিমিলি আঁকা-বাঁকা। জাতীয় কবি কাজী নজরুলের এই ছড়াটির মতো করে বাংলা সাহিত্যে প্রজাপতি নিয়ে লেখাজোখা নেহায়েত কম নয়। কিন্তু আমরা কি জানি পৃথিবী নামের এই গ্রহে প্রজাপতিরা কখন থেকে বসবাস করে আসছে। বিজ্ঞানীরা বলছেন, বিশ কোটি বছর আগেও পৃথিবীতে প্রজাপতি ছিল। এমনকি তখন দেয়ালি পোকারাও ছিল। জার্মানিতে প্রাচীন পাথরের গায়ে লেগে থাকা ক্ষুদ্র কণার মতো প্রজাপতির একটি জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। ছোট্ট এই জীবাশ্ম থেকে প্রজাপতির বিকাশের রহস্য উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা। তারা বলেন, এই জীবাশ্মটি নিয়ে গবেষণা করলে প্রজাপতি সংরক্ষণের বিষয়ে নতুন তথ্য পাওয়া যাবে। এখন তারা ক্ষুদ্র প্রাণীটির কীভাবে বিকাশ ঘটেছে, তা নিয়ে গবেষণা করেছেন। ইতিমধ্যে বহু তথ্য সংগ্রহও করেছেন। বিজ্ঞানীরা এসিড দিয়ে প্রাচীন পাথর গলিয়ে কয়েকটা টুকরো বানিয়েছেন। তারপর টুকরো পাথরের ভিতর থেকে প্রজাপতির বিকাশের শুরুর দিকে ক্ষুদ্র জীবাশ্ম উদ্ঘাটন করেন। নেদারল্যান্ডের ইউট্রেচ বিশ্ববিদ্যালয়ের ড. বাস ভ্যান বলেন, পাথরের গায়ে লেগে থাকা প্রজাপতির জীবাশ্ম থেকে আমরা এই ক্ষুদ্র প্রাণীটির বিকাশের ইতিহাস খোঁজার চেষ্টা করছি। তিনি বলেন, বিশ হাজার বছর আগের এই প্রজাপতির একটি শ্রেণি এখনো পৃথিবীতে টিকে আছে। এটির ক্ষুদ্র খড়ের মতো দেখতে জিহ্বা আছে, যা দিয়ে তারা ফুলের মধু আহরণ করে।-বিবিসি অনলাইন নিজেই সূর্যমুখী হবে সাগর তীরে শুয়ে সাগরে ঢেউ দেখার সময় রোদ থেকে বাঁচতে মাথার ওপর ব্যবহার করা হয় ছাতা। দিনের সময় যতো পার হয় পৃথিবীর ঘূর্ণনের কারণে বদলায় সূর্যের অবস্থান। রোদ থেকে বাঁচতে তখন বদলাতে হয় ছাতার অবস্থানও। এবার হয়তো এমন বিড়ম্বনা থেকে রেহাই পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে ভোক্তা ইলেকট্রনিকস পণ্য প্রদর্শনী অনুষ্ঠান সিইএস-এর এ বছরের আসর সিইএস ২০১৮। মঙ্গলবার এই আয়োজনে প্রদর্শন করা হয়েছে এমন নতুন এক ছাতার ধারণা। সূর্য যেদিকে যায় সূর্যমুখী ফুলও সেদিকেই মুখ করে থাকে। এই ছাতার কাজও একই রকম। তাই এর নামও দেয়া হয়েছে ‘সানফ্লাওয়ার’। শেডক্রাফট নামের একটি স্টার্টআপ এই ছাতা উন্মোচন করেছে। এটি সৌরচালিত আর এটি সূর্যের অবস্থানকে শনাক্ত করতে পারে। সূর্যের অবস্থান শনাক্ত করে এটি সবসময় সেই অনুযায়ী ছায়া দেবে, খবর ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর। এখানেই শেষ হয়নি এই ছাতার কাজ। এটি ওয়াই-ফাইয়ের মাধ্যমে ব্যবহারকারীর বাড়ির নেটওয়ার্কে যুক্ত হতে পারবে। এর ফলে ব্যবহারকারী অ্যামাজন অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহৃত স্মার্ট-হোম ডিভাইসগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এমনকি বাড়িতে রাখা ক্যামেরার সহায়তায় সৈকতে বসে বাড়িতে নজরও রাখা যাবে। এই ছাতা দিয়ে ফোন চার্জ দেয়া যাবে আর সেলুলার সেবা চালু করে সৈকতে একে ওয়াই-ফাই হটস্পট হিসেবেও ব্যবহার করা যাবে। মঙ্গলবার থেকেই সানফ্লাওয়ার-এর জন্য অর্ডার নেয়া শুরু হয়েছে। ১৫ জানুয়ারি পর্যন্ত এর দাম ধরা হচ্ছে ৫২২০ ডলার আর এরপর এর দাম হবে আট হাজার ডলার। -বিজনেস ইনসাইডার
×