ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুব গেমসে দ্রুততম মানব হাসান, মানবী নুর বাহার

প্রকাশিত: ০৪:৩৭, ১২ জানুয়ারি ২০১৮

যুব গেমসে দ্রুততম মানব হাসান, মানবী নুর বাহার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ে এ্যাথলেটিক্সে চট্টগ্রাম বিভাগে আলো ছড়িয়েছেন কুমিল্লার তরুণ হাসান মিয়া ও কক্সবাজারের তরুণী নুর বাহার। তারা যথাক্রমে দ্রুততম মানব ও মানবীর খেতাব জিতে নিয়েছেন। ছেলেদের বিভাগের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অর্জন করেন হাসান। অন্যদিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট ও হাইজাম্পে প্রথম হন নুর বাহার। বৃহস্পতিবার এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগের এ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের খেলা। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে কুমিল্লার হাসান মিয়া প্রথম, কুমিল্লার আবদুল মোতালেব দ্বিতীয় এবং বান্দরবানের জোবায়ের ইসলাম তৃতীয় হয়েছেন। মেয়েদের ডিসকাস থ্রোতে নোয়াখালীর বিবি হাজেরা প্রথম, একই দলের নিলুফা আকতার দ্বিতীয় এবং ফেনীর ঝর্না আক্তার তৃতীয় হন। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে কক্সবাজারের নুর বাহার প্রথম, লক্ষ্মীপুরের তাছলিমা দ্বিতীয় এবং ফেনীর বিবি কুলসুম তৃতীয় স্থান অর্জন করেন। চট্টগ্রাম বিভাগে ব্যাডমিন্টনে স্বাগতিক চট্টগ্রাম এবং ফুটবলে কুমিল্লা জেলা চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টনের ছেলেদের এককে চট্টগ্রামের এসএসএম সিবগাত উল্লাহ চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ২১-১৩, ২১-১২ পয়েন্টে ফেনীর রাজীব চন্দ্র দাশকে পরাাজিত করে শিরোপা জিতে নেন। অন্যদিকে ফুটবলে সেরা হয়েছে কুমিল্লা জেলা দল। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কুমিল্লা জেলা দল ১-০ গোলে নোয়াখালী জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক শাকিল। যুব গেমসের বিভাগীয় পর্যায়ের চতুর্থদিন রংপুর বিভাগের দিনাজপুরে সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। দিনাজপুর বিকেএসপিতে অনুষ্ঠিত বালক বিভাগে ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে নীলফামারী জেলার শ্রী দীপঙ্কর চন্দ্র রায় ৩১.১৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম, গাইবান্ধার শাকিল ইসলাম ৩৩.৭৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং নীলফামারীর শ্রী শান্ত চন্দ্র রায় ৩৫.৭৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। ছেলেদের বিভাগের ১০০ মিটার ফ্রি-স্টাইলে লালমনিরহাটের রবিউল ইসলাম ১ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম, লালমনিরহাটের মুকুল মিয়া ১ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং লালমনিরহাটের নাজমুল হক ১ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। রংপুর বিভাগের ফুটবল ডিসিপ্লিনে সেরা হয়েছে স্বাগতিক রংপুর জেলা দল (বালক)।
×