ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও ইংল্যান্ড টেস্ট দলে স্টোকস

প্রকাশিত: ০৪:৩৩, ১২ জানুয়ারি ২০১৮

আবারও ইংল্যান্ড টেস্ট দলে স্টোকস

স্পোর্টস রিপোর্টার ॥ এখন পর্যন্ত ছাড়পত্র আসেনি। বিষয়টি এখন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্ষমতার আওতাধীন নয়। পুলিশ ছাড়পত্র দিলেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বেন স্টোকস। তবে ইসিবির ক্ষমতা যতখানি সে অনুসারে তারা অপরিহার্য এ অলরাউন্ডারকে সবসময়ই ঘোষিত দলে রাখছে। এবার আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত টেস্ট দলেও রাখা হয়েছে ২৬ বছর বয়সী স্টোকসকে। এছাড়াও আগামী মার্চে নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টের সিরিজের জন্য লিয়াম লিভিংস্টোনকে দলে নিয়েছে ইসিবি। ১৬ সদস্যের দলে ল্যাঙ্কাশায়ারের এ ব্যাটসম্যান প্রথমবার সুযোগ করে নিয়েছেন। গত সেপ্টেম্বরে ব্রিস্টলের একটি নৈশক্লাবের বাইরে মারামারির ঘটনায় অভিযুক্ত স্টোকস পুলিশের তদন্তনাধীন রয়েছেন। ফলে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার। কিন্তু তদন্ত রিপোর্টে অভিযোগ থেকে মুক্ত হলেই আবার খেলার সুযোগ পাবেন স্টোকস। কারণ ইসিবি তার জন্য দরজা খুলেই রেখেছে সবসময়। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ্যাশেজ সিরিজের দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশের তদন্ত শেষ না হওয়াতে এ্যাশেজ খেলা হয়নি তার। সেই এ্যাশেজে ইংলিশদের ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে অসিরা। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও রাখা হয় তাকে। সেখান থেকেও শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিতে হয়েছে স্টোকসকে। কারণ এখন পর্যন্ত তদন্তের সুরাহা হয়নি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে ২২ মার্চ। মাঝে দীর্ঘ সময় পড়ে আছে তদন্তের একটি ফল চলে আসার। দীর্ঘ তিনমাস ধরে কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি স্টোকস, কিন্তু নিজেকে খেলার মধ্যে রেখেছেন। নিউজিল্যান্ডের প্রদেশ ক্যান্টারবুরি তার জন্মস্থান। সেই প্রাদেশিক দলটির হয়ে খেলেছেন গত মাসে। এ কারণেই ইসিবি নির্বাচকরা জানালেন স্টোকস সবসময়ই তাদের গ-িবদ্ধই আছেন যদিও তার বিরুদ্ধে আইনী ও শৃঙ্খলা বিষয়ক একটি অভিযোগ চলমান এবং যে কোন কিছুই হতে পারে। এ বিষয়ে ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসিবি যখনই তার শাস্তি পাওয়া কিংবা না পাওয়া বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা পাবে তার ৪৮ ঘণ্টার ভেতরেই আমরা স্টোকসকে চাই। এ কারণেই তাকে আমরা সবসময় রাখছি।’ ওই সিরিজের জন্য দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ওঠা পেসার মার্ক উড। আর এ্যাশেজে বাজে ফর্মে থাকা মঈন আলী, জেমস ভিন্স, মার্ক স্টোনম্যানরা আছেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে থাকা গ্যারি ব্যালান্স, জেক বল ও টম কুরান বাদ পড়েছেন। কিন্তু জায়গা করে নিয়েছেন তরুণ ব্যাটসম্যান লিভিংস্টোন। ল্যাঙ্কাশায়ারের হয়ে এবার দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড টেস্ট দল ॥ জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস ভিন্স, জেমস এ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, এ্যালিস্টার কুক, ম্যাসন ক্রেন, বেন ফোকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, ক্রিস ওকস ও মার্ক উড।
×