ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আল-আমিনের বোলিং এ্যাকশন বৈধ

প্রকাশিত: ০৪:৩৩, ১২ জানুয়ারি ২০১৮

আল-আমিনের বোলিং এ্যাকশন বৈধ

স্পোর্টস রিপোর্টার ॥ বিপিএলে আল-আমিনের বোলিংয়ে ত্রুটি ধরা পড়েছিল। বোলিং এ্যাকশন শুধরে নিয়েছেন তিনি। বোলিং এ্যাকশন এখন বৈধও হয়ে গেছে। বিসিবি থেকেই বৈধতা দেয়া হয়েছে। বোলিং এ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ নিয়ে বৃহস্পতিবার বলেছেন, ‘গত ২৮ দিন আল-আমিন কোচ সালাউদ্দিন ও বিকেএসপির একজন কোচের সঙ্গে সে কাজ করেছে। এরপর গত বৃহস্পতিবার সে আমাদের এখানে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেয়ার পর আমরা তার ভিডিও পর্যালোচনা করেছি। সেখানে তার ১৫ ডিগ্রী যে এ্যাঙ্গেলে বোলিং করার কথা তার চেয়ে অনেক কম আছে। সে অনেক উন্নতি করেছে। বোঝা যাচ্ছে সে ভালই কাজ করেছে। সামনে যে লীগ আছে সেটার সঙ্গে প্রিমিয়ার লীগও সে খেলতে পারবে।’ আল-আমিনের জন্য দিক নির্দেশনাও দিয়েছেন জালাল ইউনুস। বলেছেন, ‘তাকে বলা হয়েছে দুই বছরের মধ্যে দুইবার যদি রিপোর্টেড হয় তাহলে একবছর খেলার সুযোগ থাকবে না। সে ভাল করেই জানে। সে নিশ্চিত করেছে ভবিষ্যতে আর সমস্যা হবে না। সে স্বীকার করেছিল তার দুই একটা ডেলিভারিতে সমস্যা ছিল। সেগুলো সে কাটিয়ে উঠেছে। আমার মনে হয় না ভবিষ্যতে এ ব্যাপারে কোন সমস্যা পড়তে হবে আল-আমিনকে।’ বিপিএলের সর্বশেষ আসরে একটি ডেলিভারির কারণে অভিযুক্ত হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আল-আমিন। বিপিএল শেষে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে রিভিউ কমিটি নিশ্চিত হন যে তার বেশ কয়েকটি ডেলিভারিই ছিল ত্রুটিপূর্ণ। অভিযুক্ত হওয়ার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে বোলিং শোধরাতে কাজ করেন আল-আমিন। পরে গত ৭ জানুয়ারি মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে বোলিং এ্যাকশনের পরীক্ষা দেন। এখন চলমান বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) এবং ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটেও অংশ নিতে পারবেন ২৮ বছর বয়সী এই ডানহাতি পেসার। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে আল-আমিনের বোলিং এ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল। পরে ওই বছরের নবেম্বরে চেন্নাইয়ে বোলিং এ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। আবারও আল-আমিন উত্তীর্ণ হয়েছেন।
×