ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাদওয়ানস্কার বিদায়

সিডনির সেমিতে কারবার

প্রকাশিত: ০৪:৩২, ১২ জানুয়ারি ২০১৮

সিডনির সেমিতে কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে তিনি ৬-৩ এবং ৬-১ গেমে পরাজিত করেন ডোমিনিকা সিবুলকোভাকে। তবে জার্মান তারকার জয়ের দিনে হেরে গেছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। কোয়ার্টার ফাইনালে ইতালির ক্যামিলা জিওর্জির কাছে ৬-১ এবং ৬-২ গেমে হার মানেন পোল্যান্ডের এই টেনিস তারকা। ২০১৬ সালে টেনিস কোর্টে আলো ছড়িয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। সে বছর অসাধারণ পারফর্মেন্স উপহার দেন তিনি। দুটি গ্র্যান্ডস্লাম জয় ছাড়াও বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। তবে গত বছরটা হতাশায় কেটেছে তার। যে কারণেই দুঃসহ সেই দিনগুলোকে আর মনে করতে চান না এ্যাঞ্জেলিক কারবার। বরং নতুন বছরে নতুন উদ্যমে শুরু করতে চান জার্মান তারকা। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি আর ২০১৭ সালের দিকে ফিরে তাকাতে চাই না। অফসিজনটা আমার খুব ভাল কেটেছে। এই সময়টাতে কঠোর অনুশীলন করেছি। মেলবোর্নের আগে আমি চাই সবগুলো ম্যাচেই জিততে।’ গত বছরটা এতোটাই বাজে কাটে যে, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশ থেকেও ছিটকে যান কারবার। তবে নতুন মৌসুমের শুরুতেই জ্বলে উঠেছেন তিনি। গত সপ্তাহে তিনি লুসি সাফারোভা এবং দ্বিতীয় বাছাই ভেনাস উইলিয়ামসের বিপক্ষেও জয় তুলে নেন। এবার ২৬ নাম্বারে থাকা ডোমিনিকা সিবুলকোভার বিপক্ষেও অনায়াসে জয় পেলেন তিনি। এই জয়ের পর কারবারকে হাতছানি দিচ্ছে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালের টিকেট নিশ্চিত করা। সেমিফাইনালে জায়গা করে নিয়েই প্রতিপক্ষ খেলোয়াড়দের হুমকি দিয়ে রাখলেন তিনি। জানালেন, আবারও স্বরূপে ফিরতে মরিয়া কারবার। খেলবেন আক্রমণাত্মক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কেবল বছরের শুরু। আবারও আমার নিজের খেলাটা খেলার চেষ্টা করছি। কোর্টে এ বছরের প্রতিটি মুহূর্তই উপভোগ করছি। গত বছরের আগের সময়টাতে যেমন আক্রমণাত্মক ছিলাম এবারও সেই খেলাটা খেলার চেষ্টা করছি।’ তবে সেমিফাইনালেই কঠিন পরীক্ষা কারবারের। কেননা সেই ম্যাচে যে তার প্রতিপক্ষ ইতালির ক্যামিলা জিওর্জি। সিডনিতে দুর্দান্ত খেলছেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০০ নম্বর খেলোয়াড়ও জিওর্জি। এই টুর্নামেন্টের শুরু থেকেই চমকপ্রদ পারফর্মেন্স উপহার দেন তিনি। কোয়ার্টার ফাইনালের আগেই টানা দুই গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়নকে পরাজয়ের স্বাদ উপহার দেন তিনি। সোমবার রাউন্ড অব ৩২-এ যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেন্সকে হারান জিওর্জি। যিনি গত বছরে ইউএস ওপেন জয়ের সৌজন্যে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম উঁচিয়ে ধরেন। আর শেষ ষোলোতে ইতালিয়ান তারকা অবাক করা পারফর্মেন্সে বিধ্বস্ত করেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে। টানা দুই গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়নকে বিদায়ের পর রাদওয়ানস্কাকেও পাত্তা দিলেন না তিনি। বরং গত পাঁচ বছরের মধ্যে চতুর্থ বাছাই খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন জিওর্জি। এবার এ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে ম্যাচেও নিজের সেরাটা ঢেলে দিতে চান তিনি। সিডনির অন্য সেমিফাইনালে দেখা যাবে দুই অস্ট্রেলিয়ান তারকার লড়াই। এ্যাশলে বার্টি এবং দারিয়া গ্যাব্রিলোভা শেষ চারে মুখোমুখি হবেন একে অপরের। বার্টি কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৬-৩ ও ৬-২ গেমে হারান চেক প্রজাতন্ত্রের বারবোরা ঝাহলাভোভা স্ট্রাইকোভাকে। তবে এর আগের দিনই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেন দারিয়া গ্যাব্রিলোভা। কেননা, ইনজুরির কারণে যে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন গারবিন মুগুরুজা। আগামী সপ্তাহেই শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ান ওপেনের আগে এই টুর্নামেন্টে যারা জিতবেন নিঃসন্দেহে তারা মেলবোর্নে ফেবারিটের তকমাটা গায়ে মেখেই কোর্টে নামবেন।
×