ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে জয় পেলেন বাউচার্ড

প্রকাশিত: ০৪:৩২, ১২ জানুয়ারি ২০১৮

অবশেষে জয় পেলেন বাউচার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরে প্রথম জয়ের স্বাদ পেলেন ইউজেনি বাউচার্ড। কোইয়ং ক্লাসিকের প্রথম পর্বের ম্যাচে বৃহস্পতিবার তিনি ৬-২ এবং ৬-০ গেমে পরাজিত করেন অস্ট্রেলিয়ান তরুণ খেলোয়াড় দেস্তানি আয়াবাকে। এর আগে নতুন মৌসুমের প্রথম দুটি টুর্নামেন্টে অংশ নেন তিনি। পার্থে হপম্যান কাপে নিষ্প্রভ থাকার পর সোমবার হোবার্টের প্রথম রাউন্ড থেকেও ছিটকে পড়েন কানাডার তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। ম্যাচ শেষে সন্তুষ্ট প্রকাশ করেছেন ইউজেনি বাউচার্ড। যদিওবা নন-ট্যুর ইভেন্ট। তারপরও আম্পায়ার, দর্শক দেখে বাউচার্ডের কাছে মনে হচ্ছিল যেন অনুশীলন ম্যাচ। এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে খেলতে পেরে আমি আনন্দিত। তবে সত্যি বলতে, আম্পায়ার, জনতার ভিড় দেখে মনে হয়েছে অনুশীলন ম্যাচ।’ ২০১৪ সালটা দারুণ কেটেছিল বাউচার্ডের। মেজর কোন শিরোপা জিততে পারেননি তিনি। তবে তরুণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পুরো মৌসুমজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সেই মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফানালে ওঠেন তিনি। চীনের লি নার কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চার থেকে বিদায় নেন পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই টেনিস তারকা। ধারাবাহিক পারফর্মেন্সের সৌজন্যে ফ্রেঞ্চ ওপেনেও শেষ চারের টিকেট নিশ্চিত করেন বাউচার্ড। এবার তাকে থামিয়ে দেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা। তারপরও দমে যাননি তিনি। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বল্ডনে নিজেকে আরও একধাপ এগিয়ে নেন প্রতিভাবান এই তারকা। প্রথম কানাডিয়ান খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে ওঠার বিস্ময়কর কীর্তিও গড়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য। শিরোপা জয়ের লড়াইয়ে সেবার চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে পরাজয় মানেন বাউচার্ড। মৌসুমের প্রথম তিন মেজর টুর্নামেন্টের তিনটিতেই ব্যর্থ। তারপরও বিশ্ব টেনিসকে চমকে দিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নেন তিনি। তবে তিন বছর আগে দুর্দান্ত শুরুর সেই চমক খুব বেশিদিন ধরে রাখতে পারেননি এই কানাডিয়ান। টেনিস কোর্টে গত বছরটাও বাজেভাবে কেটেছে তার। মেজর কোন টুর্নামেন্টেই নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। যে কারণেই শীর্ষ পাঁচ তো দূরের কথা। বর্তমানে বিশ্বের শীর্ষ আশিতেও খুঁজে পাওয়া যায়নি তার নাম। এই মুহূর্তে টেনিস র‌্যাঙ্কিংয়ের ৮৩তম স্থানে রয়েছেন বাউচার্ড। তবে গত বছরের সেই ব্যর্থতা ভুলে নতুন করে জ্বলে উঠতে চান তিনি। ২৩ বছর বয়সী বাউচার্ডের চোখ এখন অস্ট্রেলিয়ান ওপেনে। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘২০১৭ সালের ব্যর্থতাকে এখন আর মনে করতে চাই না। কেননা, আমার জন্য এটা মোটেও ভাল ছিল না।’
×